সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য নারী দিবসে সমতার বার্তা দিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) বলেছিলেন, "এমন একটা ক্যালেন্ডার বানাব, যেখানে লিঙ্গভেদ থাকবে না।" মঙ্গলবার ফিল্মফেয়ার-এর (Filmfare Bangla 2025) মঞ্চেও পুরুষতান্ত্রিক সমাজকে বড় বার্তা দিলেন অভিনেত্রী। শুভশ্রীর মত, শুধু ইন্ডাস্ট্রির পুরুষ তারকাদের হয়েই গলা ফাটাবেন না, একটু অভিনেত্রীদের কথাও বলুন।

কাজ, সংসার-সন্তান সমান্তরালভাবে দুদিকই ব্য়ালেন্স করচেন 'সুপারমম' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ঝুলিতেও বর্তমানে বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে', অন্যদিকে 'রায়বাঘিনী ভবশঙ্করী', দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। 'পরিণীতা'র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। মঙ্গলবার সান্ধ্যাকালীন জলসায় টলিপাড়ার অন্যান্য অভিনেত্রীদের হয়েও সুর চড়ালেন রাজ-ঘরনি। হাইভোল্টেজ পারফরম্যান্সের পরই মঞ্চ থেকে নেমে এসে মাইক হাতে সকলের উদ্দেশে তিনি যা বার্তা দিলেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। শুভশ্রীকে বলতে শোনা গেল, "আমি জানি, কত প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দিন কাটে ওঁদের, আমি সত্যিই মন থেকে তোমাদের সকলকে খুব শ্রদ্ধা করি। আর তোমাদের জন্য সত্যি গর্ববোধও করি আমি। আমি চাই ইন্ডাস্ট্রির স্বার্থে তোমরা আরও আরও অনেকদূর এগিয়ে যাও।" এরপরই অভিনেত্রীদের উদযাপন করার জন্য ফিল্মফেয়ার অনুষ্ঠানের প্রথম সারিতে বসে থাকা সকলকে মঞ্চে ডেকে নেন শুভশ্রী।
প্রথমেই দেখা যায় 'আয়রন লেডি' সম্বোধনে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে নিতে। সেই ডাকে একে একে জয়া আহসান, মনামী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মমতা শঙ্কর সকলেই যোগ দেন শুভশ্রীর সঙ্গে। এহেন বার্তার জন্য শুভশ্রীর পিঠ চাপড়ে দিতেও দেখা যায় মিমিকে। এরপরই অভিনেত্রীকে বলতে শোনা যায়, "এভাবেই নারীরা একে-অপরের পাশে থাকুক। রাজ, সৃজিত, শিবপ্রসাদ, দেব-জিৎ, অঙ্কুশ নয়, কখনও কখনও আমাদের অভিনেত্রীদের নিয়েও কথা বলুন।" মঙ্গলবার তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ-শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি-কৌশানি, পরমব্রত, চঞ্চল চৌধুরী-জয়া আহসানের মতো বাংলা ছবির রথি-মহারথিদের সঙ্গে হাজির ছিলেন রাজকুমার রাও, শান্তনু মাহেশ্বরীর মতো বলিউড সেলেবরাও। দীর্ঘদিন বাদে কলকাতার মঞ্চে দেখা গেল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও। সেই মঞ্চেই টলিউড ইন্ডাস্ট্রির 'বস লেডি' তারকাদের হয়ে বার্তা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।