shono
Advertisement
Meerut police

রাস্তায় নমাজ পড়লেই কড়া শাস্তি, বাতিল হতে পারে পাসপোর্টও, হুঁশিয়ারি যোগীরাজ্যের পুলিশের

আইনশৃঙ্খলার সঙ্গে আপস নয়, সাফ বলছে পুলিশ।
Published By: Subhajit MandalPosted: 11:05 AM Mar 28, 2025Updated: 11:20 AM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি ব্যতীত রাস্তায় বসে নমাজ পড়া চলবে না। তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। রমজান মাস চলাকালীনই কড়া নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা। এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদানও দিয়েছে মিরাট পুলিশ। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং বলছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নমাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হতে পারে।

Advertisement

মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং সাফ বলছেন, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না।

পুলিশ সূত্র বলছে, রমজান মাসে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নমাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়। অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুরপথে পৌঁছতে হয় গন্তব্যে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ইদগাহ এবং মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নমাজ পড়া নিয়ে মিরাট পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। সেটার ভিত্তিতেই ওই নির্দেশিকা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশের এই নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক সংখ্যালঘুদের হেনস্তার চেষ্টা করা হচ্ছে। আবার পালটা যুক্তিও আসছে। কারও কারও বক্তব্য, প্রার্থনার জন্য নির্ধারিত প্রার্থনাস্থল আছে। তাই সাধারণের অসুবিধা করে প্রার্থনা করা হলে পুলিশ হস্তক্ষেপ করতেই পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুমতি ব্যতীত রাস্তায় বসে নমাজ পড়া চলবে না।
  • তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়।
  • রমজান মাস চলাকালীনই কড়া নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা।
Advertisement