সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের 'বিগ ফ্রাইডে' চমক! 'দেবী চৌধুরানী'র পর এবার বাংলার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি 'রায়বাঘিনী ভবশঙ্করী'র (Raibaghini Bhavashankari) রাজকাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। আর সেই ছবিতেই 'ভবশঙ্করী'র ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। 'বিনোদিনী', 'দেবী চৌধুরানী'র পর টলিউডের পর্দায় ধরা দেবে ইতিহাসনির্ভর আরও এক নারীকেন্দ্রিক চরিত্র।
পরিচালক শুভ্রজিৎ মিত্র ইতিহাসসমৃদ্ধ বাংলার দাপুটে নারীদের নিয়ে 'ক্যুইনস অব বেঙ্গল' ট্রিলজি তৈরিতে হাত দিয়েছেন। সেই প্রেক্ষিতে 'দেবী চৌধুরানী' ছবিটি দিয়েই সফর শুরু করেছেন তিনি। এবার তাঁর ট্রিলজির দ্বিতীয় সিনেমা 'রায়বাঘিনী ভবশঙ্করী'র ঘোষণা করলেন শুক্রবার। মুখ্য ভূমিকায় টলিউডের দুঁদে অভিনেত্রী শুভশ্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর ট্রিলজিতে নারীকেন্দ্রিক চরিত্র তুলে ধরার দায়িত্ব শুভশ্রীর হাতেই সঁপে দিয়েছেন শুভ্রজিৎ। পরিচালক জানিয়েছেন, 'দেবী চৌধুরানী'কে নিয়ে গবেষণা করার সময়েই মহারানি ভবশঙ্করীর বিষয়ে বেশ কিছু তথ্য পান তিনি। ষোলো শতকের মোঘল আমলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ভবশঙ্করীর বীরত্ব, ব্যক্তিত্ব মুগ্ধ করে পরিচালককে। আর ঠিক সেইসময়েই শুভ্রজিৎ 'রায়বাঘিনী ভবশঙ্করী' তৈরি করার পরিকল্পনা করে ফেলেন। ট্রিলজির তৃতীয় নারীকেন্দ্রিক চরিত্রের হদিশও তিনি পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। রানি ভবানীর কাহিনির প্রেক্ষাপটে সেই সিনেমা করার ইচ্ছে রয়েছেন তাঁর। তবে আপাতত 'রায়বাঘিনী ভবশঙ্করী'র প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত শুভ্রজিৎ মিত্র।
ভবশঙ্করী ছিলেন বাংলার এক গ্রাম্য ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকে অসিখেলা, ঘোড়সওয়ারি, তীরন্দাজিতে পারদর্শিনী। যে মহিয়সীর কর্মকাণ্ড মুগ্ধ করেছিল মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটিকে। পরবর্তীতে তাঁর বীরত্বের জন্যই বাংলা বাহ্যিক শত্রুর আক্রমণ থেকে মুক্তি পায়। এই রায়বাঘিনী উপাধি সম্রাট আকবরের কাছ থেকেই পাওয়া ভবশঙ্করীর। পর্দায় সেই কাহিনিই ফুটিয়ে তুলবেন শুভ্রজিৎ-শুভশ্রী। গবেষণার পাশাপাশি চিত্রনাট্যের খসড়ার কাজ চলছে পুরোদমে। তবে সেই কাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে পরিচালকের পক্ষে। কারণ ভবশঙ্করীর উপর লেখা কোনও বই বা দলিল নেই। অথচ ইতিহাসের দিগগ্বজ সব চরিত্রদের সঙ্গে যুক্ত তিনি। তাই প্রচুর বইপত্র ঘাঁটতে হচ্ছে তাঁকে আপাতত।
কেন 'রায়বাঘিনী ভবশঙ্করী'র চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)? এপ্রশ্নের উত্তরে পরিচালকের মন্তব্য, 'বাবলি' এবং 'সন্তান' সিনেমায় অভিনেত্রীর পারফরম্যান্স দেখেই তাঁকে নির্বাচন করার কথা মনস্থ করেন তিনি। উল্লেখ্য, 'পরিণীতা'র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমায় দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতেও বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এদিকে ঐতিহাসিক চরিত্রের প্রস্তাব পেয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও উচ্ছ্বসিত। পরিচালকের সঙ্গে প্রাথমিকপর্যায়ে কতাবার্তার পরই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, এই ছবির জন্য শুভশ্রীকে যে ঘোড়সওয়ারি, অস্ত্রচালনা শিখতে হবে, তা বলাই বাহুল্য। অভিনেত্রী আবার কড়া হোমওয়ার্কেও বিশ্বাসী। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা।
