shono
Advertisement

মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার ফল! মোদিকে বিঁধে রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন স্বামী

বিজেপির অন্দরেই উঠছে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি।
Posted: 10:25 AM Jun 04, 2023Updated: 10:57 AM Jun 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুরে সুর মিলিয়ে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাইলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে তাঁর দাবি, শুধু মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার ফল পাচ্ছেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

Advertisement

বালেশ্বরের মর্মান্তিক দুর্ঘটনার পর নানা প্রশ্ন, নানা সম্ভাবনার তত্ত্ব উঠে আসছে। সব সম্ভাবনাই একদিকে ইঙ্গিত করছে, রেল দপ্তরের চূড়ান্ত অব্যবস্থা এবং সমন্বয়ের অভাব। ইতিহাস বলছে, এর আগে মাত্র দু’জন রেলমন্ত্রী দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন। প্রথমজন লালবাহাদুর শাস্ত্রী। দ্বিতীয়জন নীতীশ কুমার। স্বাভাবিকভাবেই দাবি উঠছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) পদত্যাগের। অভিষেক বন্দ্যপাধ্যায় ইতিমধ্যেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়িয়েছে। একই দাবি জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারও। সেই সুরে সুর মেলালেন বিজেপি নেতা স্বামীও।

[আরও পড়ুন: ৩ বছর ধরে পথে পথে ঘুরছেন বৃদ্ধা, অবশেষে কলকাতা পুলিশের কর্মীর উদ্যোগে ফিরলেন বাড়ি]

এক টুইটে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুধু অযোগ্য স্তাবকদের মন্ত্রী করেন। আর সেটারই ফলশ্রুতি হল বালেশ্বরের মতো দুর্ঘটনা। স্বামীর বক্তব্য,”এই ট্র্যাকগুলি স্লো ট্রেন চলার জন্য। এই ট্র্যাকে এমন দ্রুত গতির ট্রেন চালানোই উচিত হয়নি। সুতরাং রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীর অনুমতির জন্য অপেক্ষা না করেই নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত রেলমন্ত্রীর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো অযোগ্য এবং মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার জন্য বিখ্যাত। সেটারই মূল্য তাঁকে দিতে হচ্ছে। মণিপুরও এর উদাহরণ। সেখানেও নিজের চেলাকে বসিয়ে রেখেছেন মোদি।”

[আরও পড়ুন: আল্লাহকে দেখিনি, ফরিস্তার জন্য বাড়ি ফিরতে পেরেছি’, হাসপাতালে বলছেন ওয়াজনবি]

তবে রেল সূত্র বলছে, এই ঘটনার দায় নিয়ে অশ্বিনীর পদত্যাগের সম্ভাবনা কার্যত নগণ্য। রেলমন্ত্রী শনিবার ভোররাত থেকেই ঘটনাস্থলে। ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জবাব এড়িয়ে বলেছেন, আপাতত তাঁর লক্ষ্য উদ্ধারকাজ দ্রুতগতিতে শেষ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে তাঁর সঙ্গে আছেন, সে ইঙ্গিত শনিবারই মিলেছে। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়েও ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি। বিবৃতিও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement