shono
Advertisement

কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, নাবালিকার বিয়ে রুখলেন বিডিও

পড়াশুনা চালাবে, জানাল পরিবার The post কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, নাবালিকার বিয়ে রুখলেন বিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 PM Jul 13, 2017Updated: 04:19 PM Jul 13, 2017

সুনীপা চক্রবর্তী: এক নাবালিকা ছাত্রীর বিয়ে আটকাল প্রশাসন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কদমডিহা গ্রামের ঘটনা এটি। কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা ওই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পান এলাকার বিডিও। খড়্গপুর চাইল্ড লাইনের পক্ষ থেকে এই খবর যায় বিডিওর কাছে। দশম শ্রেণির ওই ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত বলেও খবর পান বিডিও মহম্মদ ওয়াসি উল্লাহ।

Advertisement

[প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন, স্ত্রীর পর গ্রেপ্তার মেয়েও]

সাঁকরাইল থানার পুলিশের সাহায্য নিয়ে ওই ছাত্রীর বাড়ি পৌঁছান তিনি। নাবালিকার বিয়ের ঘটনা আইনের চোখে অপরাধ বলে মেয়েটির পরিবারকে বোঝান তিনি। কথা বলেন সবার সঙ্গে। তবে সেই সময় মেয়েটির বাবা বাড়িতে উপস্থিত ছিলেন না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কথাবার্তা হয়েছিল শুধু, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও পরিবারের তরফে নেওয়া হয়নি। বিডিও তাদের বোঝান কম বয়সে বিয়ে দেওয়া অপরাধ। তাছাড়া কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা মেয়েটি পড়াশুনা শেষ করলে কী কী সুবিধা পাবে, তাও বুঝিয়ে বলেন। এরপর মেয়েটির মা লক্ষ্মী বেরা মুচলেকা দিয়ে জানান, মেয়ের বিয়ে তাঁরা দেবেন না। তবে বিডিও জানিয়েছেন এরপর এই ঘটনা ঘটলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওই পরিবারের বিরুদ্ধে।

The post কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, নাবালিকার বিয়ে রুখলেন বিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার