সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তীব্র হচ্ছে সুদানের রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্য়ে মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। যুদ্ধের জেরে আফ্রিকার (Africa) দেশটি ছেড়ে অন্যত্র পালাচ্ছেন হাজার-হাজার নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সুদানের রাস্তার দু’ধারে জমা হচ্ছে সারি সারি লাশ। দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। সবমিলিয়ে ক্রমশ আরও ভয়াবহ চেহারা নিচ্ছে সুদানের যুদ্ধ পরিস্থিতি।
যুদ্ধবিধ্বস্ত সুদানের (Sudan) রাজধানী খার্টুম ছেড়ে ভিন দেশে পাড়ি দিচ্ছেন এমন একজন ৩৩ বছরের আলায়া আল তায়েব। জানিয়েছেন, খার্টুমে বেঁচে থাকা অসম্ভব। খাদ্য-পানীয়র সংকট তো আছেই, তারউপর রাস্তার দু’ধারে লাশের স্তূপ। আমরা চেষ্টা করছি এই দৃশ্য যাতে শিশুদের চোখে না পড়ে।” এদিকে যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। যদিও আধা সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে সংঘর্ষ বিরতি করার চেষ্টা চালানো হচ্ছে।