সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি চান সুগত মার্জিত৷ এই মর্মে রাজভবনে চিঠিও পাঠিয়ে দিয়েছেন তিনি৷ এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানার পরই ছাড়তে পারেন দায়িত্ব৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘হোক কলরব’ আন্দোলনের পরবর্তী অধ্যায়ে সুরঞ্জন দাস যাদবপুরের উপাচার্য পদে যোগ দেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন সুগত মার্জিত৷ এখনও পর্যন্ত তাঁর হাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে৷ শাসকদলের সঙ্গে তাঁর সুসম্পর্কই আছে৷ বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোনও প্রতক্ষ বা পরোক্ষ চাপের প্রভাবে যেমন তাঁকে পড়তে হয়নি, তেমনই আপাত কোনও মতবিরোধের খবর নেই৷ তা সত্ত্বেও দায়িত্ব থেকে তাঁর এই অব্যাহতির ইচ্ছাপ্রকাশে খানিকটা বিস্মিত শিক্ষামহল৷
রাজভবন সূত্রের খবর, নিজের ইচ্ছের কথা জানিয়ে ইতিমধ্যে চিঠিও পাঠিয়ে দিয়েছেন সুগতবাবু৷ তবে এখনও এ ব্যাপারে কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ জানা গিয়েছে, উচ্চতর গবেষণার কাজের জন্যই এ দায়িত্ব ছাড়তে চাইছেন তিনি৷ খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সরকার৷ সুগতবাবু যদি দায়িত্ব ছেড়েই দেন তবে পরবর্তী উপাচার্য পদে কে বসবেন তা নিয়ে ইতিমধ্যেই ছড়িয়েছে জল্পনা৷
The post উপাচার্য পদ থেকে অব্যাহতি চান সুগত appeared first on Sangbad Pratidin.