shono
Advertisement

প্রয়াত ‘আমাদের সূর্য মেরুন’গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি

গীতিকারের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে৷ The post প্রয়াত ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Dec 11, 2018Updated: 07:34 PM Dec 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’, মোহনবাগান সদস্য সমর্থকদের হৃদয়ের কথা ভাষা খুঁজে পেয়েছিল তাঁর লেখা গানে৷ ক্লাবের যেকোনও অনুষ্ঠান কিংবা সাফল্যের উদযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ ‘এগারো’ ছবির গানটি৷ সোমবার প্রয়াত হলেন সেই ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি৷

Advertisement

[ডার্বির আগে মোহন-ইস্ট সমর্থকদের বিশেষ বার্তা ব্যারেটোর]

দেশ তখন পরাধীন৷ ১৯১১ সালে খালি পায়ে খেলে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিলেন এগারোজন বাঙালি ফুটবলার৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান৷ আর এই ঘটনা যে শুধু ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয়, তা কিন্তু নয়৷ মোহনবাগান শিল্ডজয় তুমুল আলোড়ন ফেলেছিলেন ব্রিটিশশাসিত ভারতেও৷ ইংরেজদেরও যে হারানো যায়, এই বিশ্বাস জন্মছিল দেশবাসীর মনে৷ বিপদ বুঝে ১৯১১ সালে পরাধীন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা৷ স্বাধীনতার জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছিল আরও তিন দশক৷ ১৯৪৭ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত৷

মোহনবাগানের সেই ঐতিহাসিক কীর্তিকে সেলুলয়েডে তুলে ধরেছিলেন পরিচালক অরুণ রায়৷ ২০১১ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘এগারো’৷ ছবিতে বেশ কয়েকটি গানও ছিল৷ তেমনই একটি গান  ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’৷ ছবিটি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে না পারলেও, ওই গানটি তুমুল জনপ্রিয়তা পায়৷ গ্যালারিতে বসে এখনও মোহনবাগান সমর্থকদের এই গানটি গাইতে শোনা যায়৷ জনপ্রিয়তা এতটাই যে, কেউ কেউ এই গানটিকে মোহনগীতিও বলেন৷ তাঁর লেখা গান হয়তো এভাবেই মোহনবাগান সমর্থকদের মধ্যে বেঁচে থাকবে৷ কিন্তু, চলে গেলেন গানটির রচয়িতা সুমন্ত চৌধুরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে৷ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে ছবি-সহ পোস্ট দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা৷

[ বিয়ের থিম মোহনবাগান, প্রিয় ক্লাবকে অভিনব শ্রদ্ধা সমর্থকের

The post প্রয়াত ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement