সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে লড়াকু সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। তাঁর শতরানের প্রশংসা করলেন দেশের কিংবদন্তি প্রাক্তন ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রবি শাস্ত্রীও (Ravi Shastri) উচ্ছ্বসিত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন ট্রেভিস হেড। দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকালেন স্টিভ স্মিথ। ২২৯ বলে শতরান করেন অজি তারকা। সেঞ্চুরির নিরিখে স্মিথের আগে কেবল স্টিভ ওয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং অজি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪১। গাভাসকর বলছেন, ”সুপার হান্ড্রেড বলতে যা বোঝায়, স্মিথের এই সেঞ্চুরি তাই। টেস্ট ম্যাচের সেঞ্চুরি বলতে যা বোঝায়, এই সেঞ্চুরি সেরকমই। গতকাল ধৈর্য্য ধরে ব্যাট করছিল। আজ রানের গতি বাড়ানোর চেষ্টা করে। কী দুর্দান্তই না প্লেয়ার।” গাভাসকর আরও বলেন, স্টিভ স্মিথের দুরন্ত সেঞ্চুরি বিরাট কোহলিকে প্রেরণা জোগাবে। কোহলিও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর চেষ্টা করবেন। লিটল মাস্টার বলছেন, ”স্মিথের সেঞ্চুরি সামনে থেকে দেখল কোহলি। বিরাটও মনে মনে হয়তো বলবে, ও যদি করতে পারে, তাহলে আমি পারব না কেন। এই মুহূর্তে এটাই কোহলির প্রধান লক্ষ্য।” এখন দেখার ব্যাট করতে নেমে কোহলি স্মিথকে জবাব দিতে পারেন কিনা।
[আরও পড়ুন:WTC Final: শামির বলে কি রিভিউ নিলেন রোহিত? অধিনায়কের অঙ্গভঙ্গিতে বিভ্রান্ত সতীর্থরা]
গাভাসকরের একসময়ের সতীর্থ রবি শাস্ত্রী স্মিথের সেঞ্চুরি প্রসঙ্গে বলছেন, ”৩১-তম সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে সাতটি শতরান। স্যর ডন ব্র্যাডম্যান (১১) কেবল আগে। ভারতের বিরুদ্ধেই ৯টি সেঞ্চুরি।” ভারতের বিরুদ্ধে নবম সেঞ্চুরি স্মিথের। জো রুটেরও ভারতের বিরুদ্ধে ৯টি সেঞ্চুরি রয়েছে।
ওভালের মাটিতে স্মিথের রেকর্ড বেশ ভাল। ছ’টি ইনিংসে তিনটি সেঞ্চুরি করেন স্মিথ। একমাত্র ব্র্যাডম্যান সিঙ্গল ভেন্যুতে বেশি শতরান করেছেন। হেডিংলিতে স্যর ডন চারটি সেঞ্চুরি করেছিলেন।