সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় বাদ সাধল করোনা ভাইরাস (CoronaVirus)। কোভিড (COVID-19) পজিটিভ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের এক সদস্য। জিজ্ঞাসাবাদ না করেই ফেরত পাঠানো হল সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে।
মঙ্গলবার সকালেই NCB অফিসে শ্রুতিকে (Shruti Modi) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। সময় মতো গিয়েছিলেন শ্রুতি। তদন্ত শুরুর আগেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের হাতে অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়। জানা যায়, বিশেষ তদন্তকারী দলের (SIT) একজন আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ। তা দেখেই শ্রুতিকে ফেরত যেতে বলা হয়। বাকি আধিকারিকদেরও করোনা পরীক্ষা করানো হবে। আর সমস্ত সুরক্ষাবিধি মানা হবে বলে NCB-র পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ আপাতত কয়েকদিন আইসোলেশনে থাকতে হবে বিশেষ এই তদন্তকারী দলকে।
[আরও পড়ুন: জি বাংলার ‘দুর্গা সপ্তসতী’তে দেবী শতাক্ষী সেজে মারাত্মক ট্রোলড ‘কাদম্বিনী’ ঊষসী]
এদিকে করণ জোহরের (Karan Johar) পুরনো ‘ড্রাগ পার্টি’র সূত্র ধরে নতুন করে বলিউডের মাদক যোগের তদন্ত চেয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে অভিযোগ জানালেন আকালি দলের বিধায়ক মনজিন্দর সিং সিরসা (Manjinder Singh Sirsa)। গত বছর ভিডিওটি প্রকাশ্যে এসেছিল। যাতে ছিলেন দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, জোয়া আখতার, অয়ন মুখোপাধ্যায়, মীরা রাজপুত ও শকুন বাত্রা। সেই সময়ই পার্টিতে বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে সোচ্চার হয়েছিলেন অনেকে। তবে কালের নিয়মে তা ধামাচাপা পড়ে যায়। সেই ভিডিওর সূত্র ধরে বলিউডের মাদক যোগ খতিয়ে দেখার দাবি তুলেছেন মনজিন্দর।
[আরও পড়ুন: সঞ্জয়-সলমনকে সহানুভূতি দেখিয়ে রিয়াকে ফাঁসানোর নাটক? সরব সোনম-অনুরাগরা]
The post সুশান্ত মামলার তদন্তেও বাদ সাধল করোনা, NCB আধিকারিকের সংক্রমণে বন্ধ জিজ্ঞাসাবাদ appeared first on Sangbad Pratidin.