সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরাই তিনি সাহসী৷ ছকভাঙা কাজ করতেই অভ্যস্ত৷ সে কেরিয়ার হোক কিংবা ব্যক্তিগত জীবন, তিনি যেন ঠিক চলতি নিয়মে চলেন না৷ তিনি সুস্মিতা সেন৷ সম্প্রতি মেয়েদের নিয়ে তাঁর অভিযানের কিছু ছবি পোস্ট করেও তিনি প্রমাণ করলেন এখনও তিনি আগের মতোই সাহসী৷

দুই মেয়ে- রেনে ও আলিশাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন সুস্মিতা৷ সেখানে বাঘের সঙ্গে ছবি তুলেছেন মা, মেয়ে৷ সুস্মিতা জানিয়েছেন, তাঁর বহুদিনের ইচ্ছে ছিল বাঘের পাশে দাঁড়িয়ে ছবি তোলার৷ এতদিনে ইচ্ছেপূরণ হল বলা যায়৷
Big one on my #bucketlist #tick
❤️finally embraced the affections of #tigers
❤️
always wanted to meet one up close…always had the deepest love n respect for this #beautiful #graceful #cat ❤️
#holiday #moments #Thailand #tigerkingdom
❤️
what an experience!!!
❤️
A photo posted by Sushmita Sen (@sushmitasen47) on
কিন্তু কিছুদিন আগেই বাঘের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজা৷ ড্রাগের নেশায় বুঁদ করে বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলার হিড়িক নিয়ে রীতিমতো শোরগোল দুনিয়া জুড়ে৷ তাহলে এমন কাজ করলেন কী করে সুস্মিতা? তার উত্তর দিয়েই তিনি জানিয়েছেন, এই বাঘগুলিকে কোনওরকম মাদক খাওয়ানো হয়নি৷ বরং পোষ মানানো এই বনবিবিরা এরকমই৷
সাহসী মায়ের সঙ্গে দুই মেয়েও চুটিয়ে আনন্দ করেছে৷ সুস্মিতা জানিয়েছেন, বড় মেয়ে রেনে, বাঘের সঙ্গে ছবি তুলতে ভয় পায়নি৷ তবে ভয় পেয়েছে ছোট আলিশা৷ আর তাই বাঘের ছানার সঙ্গেই ছবি তুলেছে সে৷ তবে শুধু বাঘের প্রেমেই নেই মা ও মেয়েরা৷ সাঁতার, যোগব্যায়াম থেকে রেস্তোরাঁ ঘোরা-তারিয়ে তারিয়েই উপভোগ করেছেন তাঁদের থাইল্যান্ড অভিযান৷
❤️ #floating as it begins to #rain ❤️#holiday #pictures #thailand #happiness
A photo posted by Sushmita Sen (@sushmitasen47) on
❤️#Alisah goes round n round…her #favourite thing to do in the Pool with #mamma
❤️ #holiday #moments #Thailand #Aleenta
❤️
A photo posted by Sushmita Sen (@sushmitasen47) on
The post মেয়েদের নিয়ে সাহসী অভিযানে সুস্মিতা appeared first on Sangbad Pratidin.