shono
Advertisement

Breaking News

বিজেপিতে যেতে চেয়েছিলেন উদয়ন! দিনহাটার সভা থেকে বিস্ফোরক শুভেন্দু

Published By: Tiyasha SarkarPosted: 07:25 PM Apr 15, 2024Updated: 08:16 PM Apr 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার উদয়ন গুহকে (Udayan Guha) নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। দাবি করলেন, তিনবছর আগে তাঁর হাত ধরেই নাকি বিজেপিতে যেতে চেয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পালটা দিলেন রাজ্যের মন্ত্রীও।

Advertisement

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা বেজে গিয়েছে। জোরকদমে চলছে প্রচার। সোমবার নিশীথ প্রামাণিকের সমর্থনে ভোট প্রচারে দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই উদয়ন গুহকে একহাত নেন বিরোধী দলনেতা। নাম করে তাঁকে আক্রমণ করেন। বলেন, "উদয়ন গুহ আপনি কোথায়? বলেছিলেন বিরোধী দলনেতা দিনহাটায় এলে বেঁধে রাখবেন। দাড়ি আনুন।" এর পরই বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, ২০২১ সালের নির্বাচনের আগে নাকি বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন। কিন্তু ঘটনাচক্রে তা হয়নি।

[আরও পড়ুন: ‘কপ্টারের ট্রায়াল রানে বাধার অধিকার নেই আয়কর দপ্তরের’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের]

পালটা দিতে ছাড়েননি উদয়ন গুহও। তিনি বলেন, "বলতে গেলে অনেক কথাই বলতে পারি। সময় ধরে বলে দিতে পারি কবে কী হয়েছে। কিন্তু বললেই তো হল না, একটা প্রমাণ দেখান। আর যদি বলে থাকি, তাহলে ২১ সালে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে এসে এই কথাটা কেন বলেননি?” পালটা শুভেন্দুকে প্রশ্ন ছুড়ে দেন উদয়ন। তিনি আরও বলেন, বিজেপিতে যাওয়ার কথা যদি কখনও ভাবতেন, সেক্ষেত্রে অন্য নেতাদের বলতেন। শুভেন্দু অধিকারীর হাত কখনই ধরতেন না।

[আরও পড়ুন: অভিষেকের পর রাহুল গান্ধী, এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement