shono
Advertisement

পুজোর মুখে ভাড়া বাড়ছে মেট্রোর! বিকল্প পথেও আয় বাড়ানোর ভাবনা

রেল বোর্ডের সিদ্ধান্তের পরই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেট্রো রেল সূত্রে খবর৷ The post পুজোর মুখে ভাড়া বাড়ছে মেট্রোর! বিকল্প পথেও আয় বাড়ানোর ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:52 PM Jul 25, 2018Updated: 04:22 PM Jul 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই ভাড়া বাড়াচ্ছে মেট্রো রেলের? আয় বাড়াতে মেট্রো রেল কর্তৃপক্ষের তৎপরতা শুরু হতেই বাড়ছে জল্পনা৷ যাত্রী ভাড়া বাড়ানোর পাশাপাশি বিকল্প পথেও আয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ যাত্রী ভাড়া বাড়ানোর বিষয়ে ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[একই টিকিটে বাস-মেট্রো-লঞ্চে চড়ার সুযোগ মিলবে শহর কলকাতায়]

ইতিমধ্যেই আয় বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বিকল্প উপায়ে কীভাবে আয় বাড়ানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনাও ছকে ফেলেছে মেট্রো রেল৷ কর্পোরেটের আদলে এবার মেট্রো স্টেশনগুলি ঢেলে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে খবর৷ তবে, বিকল্প পথে আয় বাড়ানোর পাশাপাশি ঠিক কত যাত্রী ভাড়া বাড়ানো হবে  তা এখনও নির্ধারণ করা যায়৷ রেল বোর্ডের সিদ্ধান্তের পরই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে মেট্রো রেল সূত্রে খবর৷

এমনিতেই পরিষেবার মান কমতে শুরু করেছে৷ দিনে দিনে বাড়ছে যাত্রী অসন্তোষ৷ সন্ধ্যার পর থেকে অনিয়মিত পরিষেবা নিয়েও যাত্রী মহলে ক্ষোভ তৈরি হয়েছে৷ যাত্রী অসন্তোষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে পরিষেবার খরচের বহর৷ এই মুহূর্তে ১০০ টাকা উপার্জন করতে মেট্রো রেল কর্তৃপক্ষের খবর করতে হয় ২৬৮ টাকা৷ ফলে, খবরের বহর বাড়তে থাকায় এবার আয়ের বাড়ানোর পথে হাঁটতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷

[মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিজয় মিছিল, শামিল বিশিষ্টজন-প্রাক্তনীরাও]

জানা গিয়েছে, বিকল্প পথে আয় বাড়ানোর জন্য মেট্রো স্টেশনগুলিকে ছোটখাটো শপিং মলের চেহারা দেওয়া হবে৷ খাবারের দোকান, কেনাকাটা, বিনোদন ও ফ্রি ওয়াই-ফাইয়ের মধ্যমে বিজ্ঞাপন ও ভিডিও বিজ্ঞাপন মেট্রোর মধ্যে বিজ্ঞাপন সাঁটিয়ে ও সর্বক্ষণের বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা করে আয় বাড়ানোর প্রস্তাব দিয়ে আইআইএম জোকা৷ আইআইএম জোকার প্রস্তাব রিপোর্ট আকারে রেল বোর্ডের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

পুজো ও লোকসভা নির্বাচনের আগে ভাড়া বাড়িয়ে যাত্রীদের রোষের মুখে পড়তে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ কারণ, এমনিতেই বেশি মূল্য দিয়েই যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে থাকেন৷ তার উপর দিনে দিনে পরিষেবার মান কমতে থাকায় এমনিতেই যাত্রী ক্ষোভ বাড়ছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাড়া বাড়ানোর ঝুঁকি নিয়ে আদৌ সঠিক সিদ্ধান্ত নিল রেল? প্রশ্ন সাধারণ যাত্রী৷ ভাড়া বাড়লে মান বাড়বে তো  পরিষেবার?

The post পুজোর মুখে ভাড়া বাড়ছে মেট্রোর! বিকল্প পথেও আয় বাড়ানোর ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement