সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। ফাইনালে মধ্যপ্রদেশকে তারা হারাল ৫ উইকেটে। সূর্যকুমার যাদব ও সূর্যংশ শেদগের ব্যাটে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় তারা। তবে নজর কাড়তে পারলেন না কেকেআরের ২৩.৭৫ কোটি টাকার ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। যদিও নাইট নেতৃত্বের দৌড়ে থাকা অজিঙ্ক রাহানে মুম্বইয়ের হয়ে কার্যকরী ভূমিকা নিয়েছেন। আর দুজনের মধ্যে রইল ক্যাচ বিতর্ক।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। দুই ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন রজত পাতিদার। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দৌড়ে আছেন। ৪০ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন মধ্যপ্রদেশের অধিনায়ক। ৬টা ছয়ের সঙ্গে ৬টা চারও হাঁকান তিনি। কিন্তু আর কাউকে সেভাবে সঙ্গে পেলেন না। ৯ বলে ১৭ রান করে আউট হন কেকেআরের নেতৃত্বের দৌড়ে থাকা ভেঙ্কটেশ আইয়ার।
আর সেখানেই যত নাটক। ভেঙ্কটেশের ক্যাচ ধরেন রাহানে। কিন্তু তিনিও নিশ্চিত ছিলেন নাইট না। সতীর্থের ক্যাচ যথাযথ হয়েছে কিনা। আবার থার্ড আম্পায়ারও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। অথচ ভেঙ্কটেশকে আউট দিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশ তোলে ১৭৪ রান।
জবাবে শুরুতেই পৃথ্বী শর উইকেট হারায় মুম্বই। ৬ বলে ১০ রান করেন তিনি। ৯ বলে ১৬ রান করে ফিরে যান কেকেআরের প্রাক্তনী শ্রেয়স আইয়ার। সেখান থেকে মুম্বই ইনিংসের হাল ধরেন অজিঙ্ক রাহানে। ৩০ বলে ৩৭ রানের মন্থর ইনিংসেও মুম্বইকে ভরসা দেন তিনি। রাহানেও আছেন কেকেআরের নেতার দৌড়ে। সূর্যকুমার যাদব ৩৫ বলে করেন ৪৮ রান।
শেষের দিকে ঝড় তুলে দেন সূর্যংশ শেদগে। ১৫ বলে ৩৬ রান করে মুম্বইকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় তারা। এই নিয়ে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল মুম্বই।