সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2024) আগে গা ঘামানোর ম্যাচে ভারত (Indian Cricket Team) খেলবে বাংলাদেশের (Bangladesh Cricket Team) সঙ্গে। ম্যাচটি হবে ১ জুন। ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্র হলেও কেন্দ্র এখনও জানানো হয়নি।
আইসিসি ১৬টি ওয়ার্ম আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী দেখা যাচ্ছে, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড গা ঘামানোর ম্যাচে নামছে না। এই ম্যাচগুলোর কোনওটাই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। তাই প্রতিটি দল ১৫ জন সদস্যকেই খেলাতে পারবে।
[আরও পড়ুন: ‘ওর সঙ্গে আমার পার্টনারশিপ ভুলব না’, সুনীলের বিদায়বেলায় স্মৃতিরোমন্থন বাইচুংয়ের ]
অন্যান্য বার দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে থাকে। এবার টিম ইন্ডিয়া একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। দু দফায় ভারতীয় দল বিশ্বকাপ খেলতে যাবে। আইপিএল ফাইনাল হবে ২৬ মে। গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। ৫ জুন সেই ম্যাচের বল গড়াবে।
পাকিস্তান ও ইংল্যান্ড অবশ্য বিশ্বকাপে নামার আগে খেলবে না কোনও প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও পাক দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে সেই সিরিজ। সেই কারণেই ইংল্যান্ড ও পাকিস্তান আর প্রস্তুতি ম্যাচে নামছে না। এর আগে নিউ জিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তানের সঙ্গে। ফলে কিউয়িরাও প্রস্তুতি ম্যাচ না খেলেই নেমে পড়ছে বিশ্বকাপে।