shono
Advertisement
Jagjit Dallewal

কাজ হল কেন্দ্রের আশ্বাসে, ১৩১ দিন পর অনশন ভাঙলেন কৃষক নেতা ডাল্লেওয়াল

৪ মে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা।
Published By: Kishore GhoshPosted: 08:41 PM Apr 06, 2025Updated: 09:15 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩১ দিন পর ‘আমরণ অনশন’ ভাঙলেন পঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল। ৪ মে ফের বৈঠকে বসবেন কেন্দ্র ও কৃষকেরা, কেন্দ্রের তরফে মৌখিক আশ্বাস পেয়েই অনশন ভঙ্গ করলেন কৃষক নেতা। তবে জানিয়ে দিলেন, আপাতত অনশন তুলে নিলেও কৃষক আন্দোলন অব্যাহত থাকবে।

Advertisement

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা-সহ একাধিক দাবিতে গত বছরের ২৬ নভেম্বর অনশনে বসেন ডাল্লেওয়াল। শনিবারই ডাল্লেওয়ালকে আমরণ অনশন প্রত্যাহারের আবেদন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। একইসঙ্গে আগামী ৪ মে কৃষকদের সঙ্গে আরও এক বার আলোচনায় বসার প্রস্তাবও দেন কেন্দ্রীয় মন্ত্রী। কাজ হল এই প্রস্তাবে। ১৩১ দিন পর অনশন ভাঙলেন কৃষক নেতা।

পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দে আয়োজিত কিষান পঞ্চায়েতের মঞ্চ থেকে অনশন ভঙ্গের ঘোষণা করেন সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চা (কেএমএম)-র যৌথমঞ্চের বর্ষীয়ান নেতা ডাল্লেওয়াল। তিনি বলেন, "আপনার আমাকে আমরণ অনশন তুলে নিতে অনুরোধ করেছিলেন। আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি ঋণী। আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। আপনাদের আদেশ আমি গ্রহণ করছি।” যোগ করেন, "আমি অনশন তুলে নিচ্ছি কিন্তু আন্দোলন থামবে না, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে।"

উল্লেখ্য, ফসলের এমএসপি ছাড়াও কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বৃদ্ধি করার মতো বেশ কয়েকটি দাবি রয়েছে আন্দোলনরত কৃষকদের। সেগুলি পেতেই  গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেছেন কৃষকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছরের ২৬ নভেম্বর অনশনে বসেন ডাল্লেওয়াল।
  • শনিবারই ডাল্লেওয়ালকে আমরণ অনশন প্রত্যাহারের আবেদন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।
Advertisement