shono
Advertisement
Taiwan

অমানবিক! ভূমিকম্প বিধ্বস্ত তাইওয়ানে হানা 'ড্রাগনের', পালটা দিতে তৈরি তাইপেইও

বুধবারের শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তাইওয়ান।
Posted: 08:52 PM Apr 05, 2024Updated: 09:18 PM Apr 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তাইওয়ান। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আর এর মাঝেও নিজেদের আগ্রাসান জারি রেখেছে লালফৌজ। ফের দ্বীপরাষ্ট্রটির সীমান্তে হানা দিয়েছে ৮ টি চিনা রণতরী। যা নিয়ে বেজায় ক্ষিপ্ত তাইপেই। কমিউনিস্ট দেশটিকে যোগ্য জবাব দিতে প্রস্তুত তারাও।

Advertisement

এএনআই সূত্রে খবর, শুক্রবার সকালে তাইওয়ানের সীমান্তে চিনের যুদ্ধজাহাজগুলোর গতিবিধি নজরে আসে। এনিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রয়েছে। শত্রুপক্ষকে কড়া জবাব দিতে মোতায়েন করা হয়েছে বিশেষবাহিনী। লালফৌজের কার্যকলাপকে নজরে রেখে প্রস্তুত রাখা হচ্ছে কোস্টাল মিসাইল সিস্টেমকেও। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চিনের তরফে কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: যখন তখন হামলা চালাতে পারে ইরান! ত্রস্ত ইজরায়েলে বন্ধ জিপিএস পরিষেবা]

উল্লেখ্য, চিন ও তাইওয়ানের সংঘাত বহুদিনের। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। তাইওয়ানের সীমান্ত জুড়ে সামরিক মহড়া তীব্র করেছে লালফৌজ। বহুবার সেদেশের প্রতিরক্ষা বলয় ভেদ করে অনুপ্রবেশ ঘটিয়েছে চিনের যুদ্ধবিমান ও রণতরী। তবে চিনের চোখ রাঙানি ভয় ধরাচ্ছে না তাইওয়ানকে। লালফৌজের আগ্রাসনের পালটা দিতে নিজেদের মাটিতেই সাবমেরিন তৈরি করেছে তাইপেই। কমিউনিস্ট দেশটির হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলছে দ্বীপরাষ্ট্রটি।

বলে রাখা ভালো, বুধবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ১৮ জন। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করতে এবং নিখোঁজদের খোঁজে জোর কদমে কাজ করছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। কম্পনের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বাড়ি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সকালে তাইওয়ানের সীমান্তে চিনের যুদ্ধজাহাজগুলোর গতিবিধি নজরে আসে।
  • তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রয়েছে।
  • বুধবারের শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তাইওয়ান। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
Advertisement