shono
Advertisement

বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ফিরে যেতে পারে টাটাদের হাতেই

টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জে আর ডি টাটার উদ্যোগেই এক সময় জন্ম নিয়েছিল 'টাটা এয়ারলাইন'৷ The post বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ ফিরে যেতে পারে টাটাদের হাতেই appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Jun 21, 2017Updated: 11:44 AM Jun 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুগ্ন, ঋণের ভারে নুয়ে পড়া  ‘এয়ার ইন্ডিয়া’ কে নিয়ে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা কেন্দ্রের৷ঐতিহ্যবাহী এই বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে রাজকোষ থেকে দিতে হচ্ছে বিশাল অঙ্কের ভরতুকি৷ তাই ভরাডুবি রুখতে সরকারি বিমানসংস্থাটির বেসরকারিকরণের কথা ভাবছে কেন্দ্র৷ ইতিমধ্যে, আলোচনাও হয়ে গিয়েছে কয়েক দফা৷ সূত্রের খবর, চক্র পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’র মালিকানা যেতে পারে টাটা গ্রুপের হাতেই৷

Advertisement

জানা গিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে ‘এয়ার ইন্ডিয়া’ কিনতে পারে টাটা গ্রুপ৷ এ বিষয়ে সরকারের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠকও নাকি সেরে ফেলেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন৷ ২০১৩ সালে এক অনুষ্ঠানে সরকারি বিমানসংস্থাটিকে কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন রতন টাটা৷ উল্লেখ্য, ১৯৩২ সালে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারতে শুরু হয় নতুন যুগ৷ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জে আর ডি টাটার উদ্যোগে জন্ম নেয় ‘টাটা এয়ারলাইন’৷ দেশ স্বাধীন হওয়ার পর ওই বিমানসংস্থার জাতীয়করণ করে নাম রাখা হয় ‘এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’৷

[বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ‘টয়লেট: এক প্রেম কথা’]

বহুদিন ধরে লোকসানে চলা জাতীয় বিমানসংস্থাটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল নীতি আয়োগ৷ এই মুহূর্তে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ তাই অলাভজনক বিমানসংস্থাটিতে বিনিয়োগ করার পরিবর্তে সেই টাকা স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে চায় কেন্দ্র৷ সম্প্রতি, সরকারের কাছে এ সম্পর্কে চতুর্থ রিপোর্ট পেশ করে নীতি আয়োগ৷ সেখানে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়া হয়৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ৬০ হাজার কোটি টাকার দেনার মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার বিমান সংক্রান্ত ঋণ ও ৮ হাজার কোটি টাকার মূলধন বিষয়ক ঋণ৷ নীতি আয়োগের প্রস্তাব, সংস্থার অর্ধেক দায়ভার বহন করবে সরকার ও বাকি ৩০ হাজার কোটি টাকার দায় বইতে হবে হবে নতুন মালিককে৷ আধিকারিকরা জানিয়েছেন সংস্থাটির সঙ্গে জড়িত আরও বেশ কিছু অধিকার ভোগ করতে পারবেন ক্রেতা৷

গত পাঁচ বছরে এয়ার ইন্ডিয়ার জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার ভরতুকি দিতে হয়েছে সরকারকে৷ শুধু তাই নয় আগামী কয়েকবছর বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে সমপরিমাণের ভরতুকি দিতে হবে কেন্দ্রকে৷ তাই সংস্থাটির বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ৷ সূত্রের খবর, নিজের প্রস্তাবে নীতি আয়োগ স্পষ্টভাবে জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার জন্য একজন বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে৷ এবং এই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে৷ তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারে কথা বলতে নারাজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী এ গজপতি রাজু৷

[ফের চমক Jio-র, মিলবে ৭২ জিবি অতিরিক্ত 4G ডেটা]

The post বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ ফিরে যেতে পারে টাটাদের হাতেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement