shono
Advertisement

Breaking News

বিশ্বাসঘাতক সাইরাস মিস্ত্রি: টাটা

টাটা সন্স একটি দীর্ঘ বিবৃতি দিয়ে সাইরাসকে বিশ্বাসঘাতক বলেছে৷ The post বিশ্বাসঘাতক সাইরাস মিস্ত্রি: টাটা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:40 PM Nov 11, 2016Updated: 01:12 PM Nov 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন বিরতির পর ফের প্রকাশ্যে এল টাটা সন্স ও সংস্থার অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির দ্বন্দ্ব৷ এবার তাঁকে সংস্থার সবচেয়ে লাভজনক সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ একইসঙ্গে সাইরাসকে সরাতে বিশেষ সাধারণ সভা ডেকেছে আর একটি শাখা সংস্থা ইন্ডিয়ান হোটেল কোম্পানি (আইএইচসিএল)৷ এর মধ্যেই অবশ্য পরিচালন পর্ষদ ও চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির নেতৃত্বে আস্থা জানিয়েছেন টাটা কেমিক্যালস-এর নিরপেক্ষ ডিরেক্টররা৷ অন্যদিকে টাটা সন্স-এর একটি দীর্ঘ বিবৃতি দিয়ে সাইরাসের ই-মেলের জবাব দিয়ে বলেছে, তিনি বিশ্বাসঘাতক৷

Advertisement

বৃহস্পতিবার দীর্ঘ ন’পাতার বিবৃতিতে সাইরাসকে প্রবল আক্রমণ করেছে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স৷ তাদের অভিযোগ, টাটা ট্রাস্টের সঙ্গে সাইরাস বিশ্বাসঘাতকতা করেছেন৷ তাঁর লক্ষ্য ছিল, গোষ্ঠীর মূল শাখা সংস্থাগুলির উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করা৷ অপসারণের পর টাটা গোষ্ঠীর পরিচালন পর্ষদকে লেখা চিঠিতে সাইরাস যে সমস্ত অভিযোগ এনেছিলেন, পয়েন্ট ধরে ধরে সেগুলি খারিজ করা হয়েছে ওই বিবৃতিতে৷ ফলে দু’পক্ষের তরজা আগামিদিনে চরম আকার নেবে বলে মনে করছে নানা মহল৷

টাটা সন্স-এর প্রধান অভিযোগ, সাইরাসের আমলে সংস্থার প্রতিটি সংস্থাতেই ডিভিডেন্ডের পরিমাণ কমেছে৷ কোনও উল্লেখযোগ্য ভূমিকাই নিতে পারেননি অপসারিত চেয়ারম্যান৷ উল্টে, নিরপেক্ষ ডিরেক্টরদের কাজে লাগিয়ে ইন্ডিয়ান হোটেলস কোম্পানির নিয়ন্ত্রণ পেতে চেষ্টা করেছেন৷

(কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা)

উল্লেখ্য, তাজ হোটেলের মতো একাধিক হোটেলের নিয়ন্ত্রক আইএইচসিএল৷ গত সপ্তাহে সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকের পর স্টক এক্সচেঞ্জকে লিখিতভাবে জানায়, চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে সর্বসম্মতভাবে সমর্থন করছেন নিরপেক্ষ ডিরেক্টররা৷ সংস্থায় টাটা সন্স-এর মাত্র ২৮.০১ শতাংশ শেয়ার রয়েছে৷ বিবৃতিতে টাটা সন্স জানিয়েছে, ‘চার বছর আগে সংস্থার চেয়ারম্যান করে ওঁর উপর যে আস্থা দেখানো হয়েছিল, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সাইরাস৷ টাটা গোষ্ঠীর প্রধান সংস্থাগুলি থেকে টাটা সন্স ও টাটার প্রতিনিধিদের হটিয়ে তিনি নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছিলেন৷’

টাটা গোষ্ঠীর দাবি, বিরূপ সমালোচনা সাইরাস সহ্য করতে পারতেন না৷ উল্টে সংস্থার জনসংযোগ কাজে লাগিয়ে সেই রিপোর্ট অস্বীকার করতেন৷ যা গোষ্ঠীর স্বচ্ছতা ও ভাবনার পরিপন্থী৷ নিরপেক্ষ, পেশাদার মূল্যায়নকে বম্বে হাউস (সংস্থার সদর দফতর) ‘সর্বৈব মিথ্যা’ বলে উড়িয়ে দিত৷ তাদের কটাক্ষ, শুধুমাত্র সাফল্যের কয়েকটি বাছাই করা ছবি দিয়ে বড়াই করার অর্থ হয় না৷ স্বচ্ছতার স্বার্থে পুরো ছবিটা তুলে দিয়ে অন্যকে তুলনা করার দায়িত্ব দেওয়া উচিত ছিল৷

তাদের আরও দাবি, গোষ্ঠীর প্রায় ৪০টি সংস্থায় ডিভিডেন্ড উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে৷ বেড়ে গিয়েছে খরচ৷ বিভিন্ন শাখা সংস্থার উপর টাটা সন্স ঐতিহাসিকভাবে যে নিয়ন্ত্রণ বজায় রাখত, তা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন সাইরাস৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে এমন একটি কাঠামো গড়ে তোলা হয়েছে যেখানে চেয়ারম্যান একাই বিভিন্ন শাখা সংস্থার ডিরেক্টর৷ এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না৷’ সাইরাসের পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে টাটা সন্স তুলে এনেছে টাটা স্টিল ইউরোপ, টাটা মোটরস, ডোকোমো-টাটা টেলি যৌথ উদ্যোগের প্রসঙ্গ৷

যেখানে পরিস্থিতির কোনও উন্নতি তো হয়ইনি৷ উল্টে ঋণ, লোকসান ক্রমশ বেড়েছে৷ কমেছে সংস্থার বাজার দর৷ টাটা সন্স-এর দাবি, গত চার বছরে সংস্থার মোট ঋণ ৬৯৮৭৭ কোটি টাকা থেকে বেড়ে ২,২৫,৭৪০ কোটি টাকায় পৌঁছেছে৷ টাটা স্টিল ইউরোপ ও টাটা ডোকোমো পরিচালনায় সাইরাসের ভূমিকা নিয়েও টাটা সন্স প্রশ্ন তুলেছে৷

সাইরাসের ঘনিষ্ঠ মহল পাল্টা দাবি করেছে, কেন তাঁকে তড়িঘড়ি সরাতে হল, তার কারণ টাটা গোষ্ঠী ব্যাখ্যা করতে পারেনি৷ টাটাদের বিবৃতি কিছু বাছাই করা তথ্য, ভিত্তিহীন দাবি ও অর্ধসত্য মন্তব্যে ভরা বলে তাঁরা ইঙ্গিত দিয়েছেন৷

(জানেন, নোট বাতিলের এত বড় সিদ্ধান্ত কীভাবে গোপন রাখলেন মোদি?)

The post বিশ্বাসঘাতক সাইরাস মিস্ত্রি: টাটা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement