shono
Advertisement

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে টি বোর্ডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না৷ The post শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে টি বোর্ডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:00 PM Jul 03, 2019Updated: 05:00 PM Jul 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি বোর্ড অফ ইন্ডিয়ায় কলকাতা শাখায় ইনটার্ন হিসাবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে৷ শুধুমাত্র স্নাতক হলে আগ্রহীরা আবেদন করতে পারেন৷ কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ৷ আগামী ১০ জুলাইয়ের মধ্যে করতে হবে আবেদন৷

Advertisement

[ আরও পড়ুন: স্নাতক হলেই রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি]

শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনের জন্য অবশ্যই স্নাতক হতেই হবে৷
২. গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভাটাইজিং ডিজাইনে ডিপ্লোমা করা থাকলে, সেই প্রার্থী অগ্রগণ্য৷
৩. এছাড়াও প্রার্থীকে অবশ্যই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে৷

[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]

আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীকে secytboard@gmail.com এই ই-মেল আইডিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রত্যয়িত প্রমাণপত্রও স্ক্যান করে পাঠাতে হবে৷ ১০ জুলাই পর্যন্ত আবেদনের শেষ দিন৷

[ আরও পড়ুন: রাজ্য পুলিশের একাধিক শাখায় প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারী বাছাইয়ের পদ্ধতি:
ভারতীয় চা পর্ষদের ইনটার্ন হিসাবে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা নেই৷ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ এছাড়াও নিয়োগ সংক্রান্ত যেকোনও তথ্য পাওয়া যাবে //www.teaboard.gov.in – এই ওয়েবসাইটে৷ আগামী ১০ জুলাই হবে ইন্টারভিউ৷ ওই ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদেরই ইনটার্ন হিসাবে আগামী দু’মাসের চুক্তিতে নিয়োগ করা হবে৷ যোগ্যতার নিরিখে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে৷ কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য //www.teaboard.gov.in – এই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

The post শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে টি বোর্ডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement