shono
Advertisement

Breaking News

জানেন, কেন ছাত্রকে ‘হট সেলফি’পাঠালেন শিক্ষিকা?

ভেবেছিলেন নিজের বন্ধুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন৷ খোলামেলা পোশাকে সেলফি তুলে প্রেমিককে পাঠাতে গিয়ে ভুল করে এক ছাত্রের নম্বরে ছবিটি পাঠিয়ে ফেলেন ওই শিক্ষিকা৷
Posted: 11:53 PM Jul 05, 2016Updated: 03:06 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনকে মেসেজ করতে গিয়ে তা অন্যজনের কাছে চলে গেলে যে কী কাণ্ডই না হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন এই শিক্ষিকা৷ ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকল না তাঁর৷ প্রতিদিন ছাত্রদের ভুল শুধরে দেন শিক্ষিকা৷ কিন্তু এই ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন কি?

Advertisement

ভেবেছিলেন নিজের বন্ধুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন৷ খোলামেলা পোশাকে সেলফি তুলে প্রেমিককে পাঠাতে গিয়ে ভুল করে এক ছাত্রের নম্বরে ছবিটি পাঠিয়ে ফেলেন ওই শিক্ষিকা৷ আর তাতেই ঘটে যত বিপত্তি৷ কারণ ছবিটি পেতেই ছাত্রের মাথায় বদ বুদ্ধি জেগে ওঠে৷ সে তৎক্ষনাৎ শিক্ষিকাকে বলেনি, যে তিনি মেসেজটি ভুল নম্বরে পাঠিয়ে ফেলেছেন৷ উল্টে শিক্ষিকার মেসেজের তালে তাল মিলিয়েছে৷ সেই হট ছবির সঙ্গে লেখা ছিল, ‘আরও চাই?’ এর উত্তরে ছাত্রটি লিখে পাঠায়, ‘নিশ্চয়ই৷’

শিক্ষিকা তখনও বুঝে উঠতে পারেননি কার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন৷ এরপরের ছবিটায় আরও একধাপ এগিয়ে যান শিক্ষিকা৷ টপলেস ছবি পৌঁছে যায় ছাত্রর কাছে৷ শিক্ষিকার ভাগ্য ভাল যে ছাত্র সেখানেই ভুলভ্রান্তির ইতি টেনে দেয়৷ সে জানিয়ে দেয়, শিক্ষিকা যাকে ছবিগুলো পাঠাচ্ছেন, সে আসলে তাঁর ছাত্র, প্রেমিক নন৷ এমন অপ্রত্যাশিত ভুল রীতিমতো চাপে ফেলে দেয় শিক্ষিকাকে৷ তিনি সঙ্গে সঙ্গে ছাত্রকে মেসেজ করে ছবিগুলো ফোন থেকে ডিলিট করে দিতে বলেন৷ পরিবর্তে সে ভাল অফারও পায়৷ শিক্ষিকা বলেন, ছাত্রটিকে পরীক্ষায় এ গ্রেড দেবেন তিনি৷ শিক্ষিকার নির্দেশ পালন করে পরীক্ষায় এ পেয়ে যায় ছাত্র৷

ভাবছেন তো তাহলে এই খবর কীভাবে প্রকাশ্যে এল? সেসব চিন্তা বাদ দিন আর সতর্ক থাকুন৷ ভুল করেও এই ভুল করবেন না৷ তাহলে কিন্তু…

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement