রঞ্জন মহাপাত্র, কাঁথি: ক্লাসরুমের মধ্যে ছোট ছোট ছাত্রীদের নগ্ন ভিডিও দেখানো, শ্লীলতাহানির অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেছিলেন অভিভাবকরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনায় ধীরে ধীরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষককে ধরে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। জনরোষের হাত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল। তদন্তে নেমেছে পুলিশ।
ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, তৃতীয় শ্রেণির ক্লাস নিতে গিয়ে সুব্রত দলুই নামে এক শিক্ষক ক্রমাগত ছাত্রীদের মোবাইলে নগ্ন ভিডিও দেখান। এর পর তৃতীয় শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আরও অভিযোগ, বিক্ষোভের মুখে পড়ে ওই শিক্ষক সুব্রতবাবু পালটা গ্রামবাসীদের হুমকি দেয়। তাতে বিক্ষোভের আগুনে কার্যত ঘি পড়ে। গ্রামবাসী ও অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলে তালা দিয়ে আটকে রাখেন।
এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর থানার পুলিশ ওই শিক্ষককে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই অভিযুক্ত শিক্ষককে গণপ্রহার করে। জুতো, লাথি, কিল, ঘুসি মারা হয়। পুলিশের সামনেই চলে উত্তাল গণধোলাই। পুলিশ দ্রুত ওই শিক্ষকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি নিয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।