shono
Advertisement

Breaking News

কলকাতা ময়দানে নজিরবিহীন ম্যাচ, ১০৬৭ রান করল দল, প্রতিপক্ষ অলডাউন ৪ রানেই

এহেন ম্যাচের জন্য প্রশ্নের মুখে পড়েছে সিএবি'ও।
Posted: 05:38 PM Feb 08, 2023Updated: 05:38 PM Feb 08, 2023

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: মেয়র্স কাপ শুরুর দিনেই রেকর্ড হয়ে গেল স্কুল ক্রিকেটে। নোপানি হাইস্কুলের বিরুদ্ধে হাজার রান করল নব নালন্দা! যা আজ‌ পর্যন্ত বাংলার স্কুল ক্রিকেটে তো বটেই, ভারতবর্ষের স্কুল ক্রিকেটে কখনও ঘটেছে বলে শোনা যায়নি। আরও অবিশ্বাস্য যে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে অলআউট হয়ে গেল নোপানি হাইস্কুল। নব নালন্দা জিতল ১০৬৩ রানে!

Advertisement

ঠিক কী হয়েছে? শোনা গেল, প্রথমে ব্যাট করতে নেমে নব নালন্দা (Naba Nalanda High School) যখন ২২ ওভারে ৫৬৭, তখন নজিরবিহীন ভাবে ওয়াকআউট করার সিদ্ধান্ত নাকি নেয় নোপানি হাইস্কুল। আর এখানেই লুকিয়ে যাবতীয় টুইস্ট। যথাযথ কারণ পেশ না করেই মাঠ ছাড়ে তারা। স্বাভাবিক ভাবেই তাই শাস্তির খাঁড়া নেমে আসে নোপানি হাইস্কুলের উপর। আম্পায়াররা শাস্তিস্বরূপ ৫০০ রান পেনাল্টি দেন নব নালন্দাকে!

[আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, ঝাড়খণ্ড ছুঁয়ে ৩ দিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী]

এর আগে এত রান পেনাল্টি হিসেবে কোনও দল পায়নি। এটাও একটা রেকর্ড। আর তাতেই নব নালন্দার মোট রান হাজার পেরিয়ে যায়। এই স্কুলের কোচ গৌতম দাস বলছিলেন, ”ওরা খেলতেই চাইছিল না।‌ আমাদের সঙ্গে লড়াই না করতে পেরেই খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। তাই খেলার মাঝে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়। পেনাল্টি হিসেবে আমরা পাঁচশো রান পাই। আমরা জানি যে, রেকর্ড হয়েছে। কিন্তু এভাবে আমরা‌ খেলতে চাইনি।”

এহেন অদ্ভুত ম্যাচ নিয়ে কী বলছে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAB)? কেনই বা এরকম দুর্বল টিমকে খেলার অনুমতি দিয়ে ম্যাচটাকে হাস্যকর জায়গায় নামানো হল? ফলাফল সামনে আসতেই উঠেছে এসব প্রশ্ন। জবাবে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাসের সাফাই, ”৫২টা স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমরা জানব কী করে কে শক্তিশালী, কে দুর্বল।” সব মিলিয়ে হাজার রানের ম্যাচ নিয়ে শোরগোল ময়দানে।

[আরও পড়ুন: ‘কাজের গতি কমাতে বলায় বিজেপি ছেড়েছি’, দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক কৃষ্ণ কল্যাণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement