সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী তিন বছরে বড়সড় কর্মসংস্থান করবে অ্যাপেল (Apple)! দেশজুড়ে অন্তত ৫ লক্ষ চাকরি দেবে টিম কুকের সংস্থা, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র মারফত। বর্তমানে ১.৫ লক্ষ ভারতীয় কর্মরত আছেন অ্যাপেলের নানা বিভাগে। কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়াতে চায় বিখ্যাত টেক সংস্থাটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ সরকারি কর্তা এই খবর জানিয়েছেন। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, "ভারতে (India) নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। তবে সরাসরি অ্যাপেল নয়, ভেন্ডর ও কম্পোনেন্ট সাপ্লায়ারদের মাধ্যমে ভারতীয়দের নিয়োগ করা হবে।" যদিও এই সরকার আধিকারিকের মন্তব্যের প্রেক্ষিতে অ্যাপেল কোনও প্রতিক্রিয়া জানায়নি।
[আরও পড়ুন: সদ্য হারিয়েছেন মেয়েকে, শোকার্ত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে CBI তদন্তের দাবি ‘সমব্যথী’ নাড্ডার]
জানা গিয়েছে, ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী মার্কিন সংস্থাটি। আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে বাড়ছে। ২০২৩ সালে এদেশ থেকে অ্যাপেল পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারত ৬০০ কোটি টাকার অ্যাপেল পণ্য আমদানি করেছিল। একবছরের মধ্যেই সেই সংখ্যাটা ১২০০ কোটি হয়ে গিয়েছে। প্রথমবার ভারতে ১০ লক্ষেরও বেশি গ্যাজেট বিক্রি করেছে অ্যাপেল। সবমিলিয়ে, ভারতেই বড়মাত্রায় পণ্য উৎপাদনের কথা ভাবছে টেক সংস্থাটি। সেই লক্ষ্যে এগোতেই বিপুল সংখ্যক ভারতীয়কে নিয়োগের কথাও ভাবছে তারা।