shono
Advertisement
Arattai

হোয়াটসঅ্যাপকে টেক্কা! অ্যাপ স্টোরে শীর্ষে উঠে এল 'Arattai', ব্যবহার করেছেন?

আপনিও ডাউনলোড করে ফেলুন অ্যাপটি।
Published By: Tiyasha SarkarPosted: 01:07 PM Sep 29, 2025Updated: 01:07 PM Sep 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুকারবার্গের হোয়াটসঅ্যাপকে টেক্কা। অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এল দেশের মেসেজিং অ্যাপ্লিকেশন 'আরাত্তাই'। জানেন কী কী ফিচার রয়েছে এই অ্যাপের? ডাউনলোডই বা করবেন কীভাবে?

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে পথ চলা শুরু 'Arattai' নামে এই মেসেজিং অ্যাপের। তামিল শব্দ এই 'আরাত্তাই'-এর অর্থ হল চ্যাট। ঠিক হোয়াটসঅ্যাপের মতোই চ্যাটিং, ছবি, ভিডিও পাঠানো ও কলিং ফিচার রয়েছে তামিল এই অ্যাপে। প্রথম দিকে খানিকটা কিন্তু কিন্তু থাকলেও একটা সময়ের পর দ্রুত গতিতে বেড়েছে ইউজার। ফলে অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এই 'আরাত্তাই'।

অ্যাপ প্রসঙ্গে সংস্থার তরফে বিবেক ওয়াধা বলেন, "এই অ্যাপটি দেখতে ও ফিচারের দিক থেকে একেবারেই হোয়াটসঅ্যাপের মতোই। ফলে একবার ব্যবহার করলেই মজা পাচ্ছেন ব্যবহারকারীরা।" তবে সামান্য কিছু সমস্যার কথাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওটিপি ভেরিফিকেশনের সময় অনেক ক্ষেত্রেই দেরি হচ্ছে। কখনও কখনও মেসেজ আসছে না। কখনও আবার কলিং অপশনও ঠিক মতো কাজ করছে না। তবে সংস্থা জানিয়েছে, এই সমস্যা সমাধানে কাজ চলছে। দ্রুতই আরও উন্নত হবে পরিষেবা। তাহলে আর দেরি কেন? আপনিও ডাউনলোড করে ফেলুন অ্যাপটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুকারবার্গের হোয়াটসঅ্যাপকে টেক্কা।
  • অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এল দেশের মেসেজিং অ্যাপ্লিকেশন 'আরাত্তাই'।
Advertisement