এবার চ্যাটজিপিটি নিয়ে বিস্ফোরক টেসলা কর্তা এলন মাস্ক। এক্স হ্যান্ডেলে করা পোস্টে ChatGPT-কে দৈত্য বলে তোপ দাগলেন তিনি। নিশ্চয়ই ভাবছেন আচমকা কেন এমন মন্তব্য? মাস্কের দাবি, খুন ও আত্মহত্যার প্ররোচনা দেয় এআই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সত্য-সন্ধানী হওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
মাস্কের দাবি, খুন ও আত্মহত্যার প্ররোচনা দেয় এআই।
বিষয়টা ঠিক কী? কেন আচমকা এমন বিস্ফোরক মন্তব্য করলেন এক্স কর্তা মাস্ক? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক প্রৌঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, চ্যাটজিপিটি তাঁকে খুন ও আত্মহত্যার জন্য তাঁকে প্ররোচনা দিয়েছে। জানা যায়, এআই চ্যাটবটের কাছে বিভিন্নরকম পরামর্শ চেয়েছিলেন তিনি। অভিযোগ, সেই চ্যাটেই রীতিমতো আত্মহত্যা ও খুনের দিকে তাঁকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানেই শেষ নয়। গতবছর উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে এক বৃদ্ধার মৃত্যু হয়। সেখানেও অভিযোগ ওঠে ChatGPT-ই নাকি তাঁকে চরম সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। গত আগস্টে এক মাকে খুন করে প্রৌঢ়ের আত্মহত্যার ঘটনায় জড়িয়েছিল ChatGPT'র নাম। জানা গিয়েছে, খুন ও আত্মহত্যার আগে প্রায় ৫ মাস নিয়মিত দীর্ঘ সময় সেখানেই কাটাতেন। একের পর এক এহেন ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন করে মাস্কের নিশানায় চ্যাটজিপিটি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক প্রৌঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, চ্যাটজিপিটি তাঁকে খুন ও আত্মহত্যার জন্য তাঁকে প্ররোচনা দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওপেনএআই প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন এলন মাস্ক। পালটাও দিয়েছিলেন স্যাম। যদিও তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। এলন মাস্ক এবং স্যাম অল্টম্যান ২০১৫ সালে ওপেনএআই-এ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। যার ফলে ওপেনএআই ছেড়ে বেরিয়ে যান মাস্ক। তারপর থেকেই মাস্ক ও স্যামের মধ্যে দ্বন্দ্ব, আইনি লড়াই লেগেই রয়েছে। যার প্রভাব পড়ছে শিল্প ও মার্কিন রাজনীতিতেও।
