সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল সফরে একঘেয়েমি কাটাতে এবার অভিনব পদক্ষেপ ভারতীয় রেলের। যাত্রীদের সুবিধার্থে এবার লঞ্চ করা হল নতুন অ্যাপ। 'রেলওয়ান' (RailOne) নামের এই একটি অ্যাপেই সমস্ত মুসকিল আসানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে টিকিট বুকিং, খাবার অর্ডার তো বটেই অ্যাপে মিলবে বিনামূল্যে ওটিটি। যেখানে সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র দেখার পাশাপাশি গেমও খেলতে পারবেন যাত্রীরা।
আইআরসিটিসির তরফে জানা গিয়েছে, গত ১ জুলাই নতুন এই সুপার অ্যাপ রেলওয়ান চালু করা হয়। যার উদ্দেশ্য রেল ভ্রমন সংক্রান্ত যাবতীয় পরিষেবাকে এক ছাতার তলায় নিয়ে আসা। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) এবং আইআরসিটিসি (IRCTC)-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অ্যাপটি। আগে রেলের প্রতিটি পরিষেবার জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হত। এখন সবকিছুই মিলবে এই 'রেলওয়ান'-এ। এখানে থাকছে রেল কানেক্ট, NTES, UTS, রেল মদদ, ফুড অন ট্র্যাক এমনকী ট্রেনের লাইভ লোকেশনও যাত্রীরা এর মাধ্যমে দেখতে পাবেন। এছাড়া PNR স্ট্যাটাস চেক, লজিস্টিক সার্ভিস, প্ল্যার্টফর্ম টিকিট ও খাবার অর্ডারও এই অ্যাপ থেকে সহজে করা যাবে।
এর সঙ্গেই বাড়তি পাওনা ভরপুর বিনোদন। ভারতীয় রেলওয়ের RailOne অ্যাপ WAVES OTT প্ল্যাটফর্মকে একত্রিত করেছে। ২০২৪ সালের নভেম্বরে প্রসার ভারতী দ্বারা চালু করা এই প্ল্যাটফর্মে ১০টিরও বেশি ভাষায় নানা ধরনের কনটেন্ট পাওয়া যায়। রেল সফরে রেলওয়ান অ্যাপের মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাবে লাইভ টিভি, ওয়েব সিরিজ, সিনেমা। অডিও ও গেম খেলা যাবে এখানে। সবকিছুই মিলবে একই ডিজিটাল ছাদের নীচে।
RailOne অ্যাপে কীভাবে বিনামূল্যে OTT কন্টেন্ট দেখবেন?
এর জন্য RailOne অ্যাপে mPIN বা বায়োমেট্রিকের মাধ্যমে লগইন করতে হবে।
লগইন করার পর, Go To Waves মেনুতে গিয়ে More Offering সেকশনে যেতে হবে।
এখানে আপনার মোবাইলে খুলে যাবে নতুন পেজ। যেখানে আপনি বিনামূল্যে OTT উপভোগ করতে পারবেন।
