সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন নতুন প্ল্যানিং আর কেনাকাটা। আর কেনাকাটার ক্ষেত্রে এখন অনলাইন শপিংয়ের জুড়ি মেলা ভার। প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ ছাড় দেয় ই-কমার্স সংস্থাগুলি। এবছরও তার ব্যতিক্রম নয়। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রিপাবলিক ডে সেল’। আকর্ষণীয় ছাড়ে মিলবে ল্যাপটপ, স্মার্টফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম। কবে থেকে শুরু হচ্ছে বিশেষ এই সেল?
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ‘রিপাবলিক ডে সেল’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে যাঁরা ফ্লিপকার্ট প্লাসের সদস্য, তাঁরা ২৪ ঘণ্টা আগে থেকেই এই অফারের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই তাঁরা কেনাকাটা শুরু করে দিতে পারেন। বড় ছাড়, ঝকঝকে ডিলের পাশাপাশি মিলবে আকর্ষণীয় ব্যঙ্ক অফারও।
ফ্লিপকার্টের দেওয়া তথ্যানুযায়ী, HDFC-ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং নিত্য প্রয়োজনীয় সরঞ্জামে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাবেন। মিলবে EMI-এর বিভিন্ন সুবিধাও। এছাড়া যাঁরা ফ্লিপকার্ট ব্ল্যাক মেম্বার, তাঁদের জন্য থাকবে এক্সক্লুসিভ সমস্ত ডিল। এর পাশাপাশি সর্বাধিক ছাড়ের জন্য দেখতে পারেন ‘রাশ আওয়ার ডিল’, ‘টিক-টক ডিল’, ‘জ্যাকপট ডিল’, ‘স্টিল ডিল’ প্রভৃতি। বিশদে জানতে চোখ রাখতে পারেন ফ্লিপকার্টের ‘রিপাবলিক ডে সেল’-এর মাইক্রোসাইটটিতে, যা ইতিমধ্য়েই 'লাইভ' হয়ে গিয়েছে।
স্মার্টফোনের ক্ষেত্রে Redmi Note 15, Poco M8 5G এবং Oppo Reno 15 সিরিজের মতো নতুন লঞ্চ হওয়া ডিভাইসগুলিতে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো ব্র্যান্ডগুলিতে ভারী ছাড়ের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্চে, বিশেষ অফারে পাওয়া যাবে iPhone 16। অন্যদিকে, এয়ার কন্ডিশনার, টিভি এবং ফ্রিজের উপরও মিলবে বড় ছাড়। এই সামগ্রীগুলির ক্ষেত্রে ‘অফ-সিজন’ মূল্যের সুবিধাও নিতে পারবেন ত্রেতারা।
