shono
Advertisement

Breaking News

দুটি নতুন স্মার্টফোন বাজারে আনল লেনোভো

দুটি মডেলেরই সম্পূর্ণ স্পেসিফিকেশন পড়ুন ক্লিক করে... The post দুটি নতুন স্মার্টফোন বাজারে আনল লেনোভো appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Sep 03, 2016Updated: 04:36 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লেনোভো আন্তর্জাতিক বাজারে তাদের দুটি নতুন স্মার্টফোন আনল৷ পি ২ ও এ প্লাস৷

Advertisement

লেনোভো পি ২ মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১০৮০x১৯২০ পিক্সেলের রেজোলিউশন৷ ২ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে মিলছে ৩ ও ৪ জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট৷ মডেল ভেদে মিলবে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল৷ লেনোভো পি ২ মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ৫ এমপি৷ এই ফোর-জি হ্যান্ডসেটের ব্যাটারি ৫১১০ এমএএইচ৷ মডেলটির দাম শুরু হচ্ছে ২৪৮ ইউরো থেকে৷

এবার আসা যাক লেনোভো এ প্লাস মডেলের কথায়৷ ৪.৫ ইঞ্চির এই হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷ স্ক্রিনের রেজোলিউশন বেশ কম, ৮৪৫x৪৮০ পিক্সেল৷ অবশ্য উপরের মডেলটির তুলনায় দামও কম, মাত্র ৬৯ ইউরো৷ ১.৩ গিগাহার্ৎজ মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ রিয়ার ও ফ্রন্ট- দুই ক্যামেরাই বেশ দুর্বল, যথাক্রমে ৫ ও ২ মেগাপিক্সেল৷ তবে এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ থ্রি-জি এই হ্যান্ডসেটের ব্যাটারি ২০০০ এমএএইচ-এর৷

বেজিংয়ের সংস্থা লেনোভো আইএফএ ২০১৬ অনুষ্ঠানে কে ৬, কে ৬ পাওয়ার ও কে ৬ নোট স্মার্টফোনও নিয়ে এসেছে৷ তিনটি মডেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর৷ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেটও৷

The post দুটি নতুন স্মার্টফোন বাজারে আনল লেনোভো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement