সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে জোরকদমে চলছে এসআইআরের (SIR in Bengal) কাজ। এনুমারেশন ফর্ম আপলোডে ত্রুটি থাকার আশঙ্কা থাকছেই। সেই কারণে বিএলওদের জন্য অ্যাপে এবার 'রোল ব্যাক' অপশন আনল কমিশন। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। যে বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৫০ জনের কম, সেখানকার বিএলওরাই পাবেন এই অপশন।
রাজ্যে এসআইআরের কাজ শেষ পর্যায়ে। তবে এখনও ফর্ম পূরণ ও জমা দেওয়ার কাজ চলছে। পাশাপাশি বিশেষ অ্যাপের মাধ্যমে সেই ফর্ম আপলোড করছেন বিএলওরা। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, মৃতদের নাম বাদ, যাদের ভোটার কার্ড ট্রান্সফার হয়েছে তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই কারণেই এবার বিএলও অ্যাপে যুক্ত করা হল 'রোল ব্যাক' অপশন। এর ফলে আপলোডের পরও যদি কোনও সমস্যা থেকে থাকে তা সংশোধন করা যাবে। যদিও যে বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৫০ জনের কম, সেখানকার বিএলওরাই পাবেন এই অপশন। সকলে এই অপশন পাবেন না।
প্রসঙ্গত, এর আগে বিএলও (BLO) অ্যাপে এডিট অপশন দিয়েছে নির্বাচন কমিশন। তবে বিএলওরা তা করতে পারেন না। বিএলওরা ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ERO এবং AERO’রা। এবার নির্দিষ্ট কিছু বিএলও পাচ্ছেন রোল ব্যাক অপশন।
