shono
Advertisement
Sanchar Sathi

বিতর্কেই লক্ষ্মীলাভ! বিরোধীদের আপত্তি উড়িয়ে ১০ গুণ বাড়ল সঞ্চার সাথী অ্যাপের ডাউনলোড

দেশের অন্তত দেড় কোটি মানুষের ফোনে ডাউনলোড করা হয়েছে সঞ্চার সাথী অ্যাপ।
Published By: Anwesha AdhikaryPosted: 08:22 PM Dec 03, 2025Updated: 08:39 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আমজনতার ফোনে আড়ি পাতছে কেন্দ্র! গত কয়েকদিন ধরে এই অভিযোগে উত্তাল গোটা দেশ। তুমুল সমালোচনার মধ্যে এই অ্যাপ নিয়ে খানিকটা পিছু হঠেছে কেন্দ্র। কিন্তু পরিসংখ্যান বলছে, বিপুল সংখ্যক মানুষ এই সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করেছেন। মাত্র একদিনেই ১০ গুণ বেড়েছে অ্যাপ ডাউনলোডের পরিমাণ।

Advertisement

মঙ্গলবার সঞ্চার সাথী অ্যাপ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই ফুঁসে ওঠে বিরোধী শিবির। বিরোধীদের দাবি সাইবার নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা করছে মোদি সরকার! এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস ‘জুজু’ দেখছে বিরোধীরা। তবে প্রবল বিরোধিতার মধ্যেই পিছু হঠে কেন্দ্র। প্রথমে জানানো হয়েছিল, ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে কিন্তু সেটা ফোনে রাখাটা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর।

কিন্তু বুধবার আরও পিছিয়ে গেল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশন বাধ্যত্যমূলক নয়। কেন্দ্র বলছে, এই নির্দেশ দেওয়া হয়েছিল নাগরিকদের মধ্যে এই অ্যাপ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশে। অর্থাৎ নতুন হ্যান্ডসেটের মধ্যে ইনবিল্ট থাকবে না সঞ্চার সাথী অ্যাপ। কেউ চাইলে নিজে থেকে ওই অ্যাপ ইনস্টল করতে পারেন স্মার্টফোনে।

বিরোধীদের আপত্তি সত্ত্বেও সঞ্চার সাথী অ্যাপ কিন্তু আমজনতার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিকম মন্ত্রক সূত্রে খবর, গত কয়েকদিন ধরে প্রতিদিন অন্তত ৬০ হাজার ইউজার সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করতেন। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যাটা একলাফে ১০ গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ দিনে ৬ লক্ষ মানুষ ওই বিতর্কিত অ্যাপ ইনস্টল করেছেন। সবমিলিয়ে দেশের অন্তত দেড় কোটি মানুষের ফোনে ডাউনলোড করা হয়েছে সঞ্চার সাথী অ্যাপ। প্রতারণা ঠেকানো, হারানো ফোন-সিম লক, ভুয়ো কল চিহ্নিত করা- এহেন নানা ফিচার রয়েছে সঞ্চার সাথী অ্যাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার সঞ্চার সাথী অ্যাপ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই ফুঁসে ওঠে বিরোধী শিবির।
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশন বাধ্যত্যমূলক নয়।
  • প্রতারণা ঠেকানো, হারানো ফোন-সিম লক, ভুয়ো কল চিহ্নিত করা- এহেন নানা ফিচার রয়েছে সঞ্চার সাথী অ্যাপে।
Advertisement