shono
Advertisement

Breaking News

Tap-to-Pay Fraud

ট্যাপ-টু-পে’র ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন পর্যটকরা, প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন?

ঠিক কীভাবে হয় এই প্রতারণা?
Published By: Subhodeep MullickPosted: 10:28 PM Jan 05, 2026Updated: 02:54 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি যদি ক্রেডিট বা ডেবিট কার্ড সঙ্গে নিয়ে ভ্রমণ করেন এবং বাইরে গিয়ে কেনাকাটা করতে ভালোবাসেন, তাহলে সাবধান। কারণ, বাজারে এসেছে নতুন প্রতারণা চক্র। বিমানবন্দর, মেলা, ব্যস্ত বাজারের মতো জায়গায় পাতা এই ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন পর্যটকরা। গোটাটার নেপথ্যে রয়েছে ট্যাপ-টু-পে (এনএফসি) প্রযুক্তির অপব্যবহার।

Advertisement

কেনাকাটার ক্ষেত্রে বর্তমানে কনট্যাক্টলেস পেমেন্ট বা এনএফসি একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। আর এই এনএফসি-সক্ষম ডিভাইস ব্যবহার করেই প্রতারকার হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। মূলত পর্যটনস্থলগুলিতেই মানুষজন এই প্রতারণার শিকার হচ্ছেন। তবে বিমানবন্দর এবং ব্যস্ত বাজারগুলিতেও ছড়িয়ে রয়েছে প্রতারকদের নয়া এই ফাঁদ।

ঠিক কীভাবে হয় এই প্রতারণা? এখানে ভুয়ো বিক্রেতা সেজে অপরাধীরা আপনার সামনে আসে এবং আপনাকে জিনিস কিনতে বাধ্য করে। কেনার পর পেমেন্টের সময় তারা আপনাকে ‘ট্যাপ-টু-পে’ ফিচার ব্যবহার করার অনুরোধ জানায়। কিন্তু গোটাটাই সাজানো। প্রতারকরা নির্ধারিত মূল্যের বেশি অঙ্ক আগে থেকেই তাদের এনএফসিতে সেট করে রাখে, যেটা আপনি দেখতে পাবেন না। আর পেমেন্ট করলেই মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে আপনার ব্যঙ্ক অ্যাকাউন্ট। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, থাইল্যান্ড প্রভৃতি দেশে ইতিমধ্যেই নয়া এই প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন সাধারণ মানুষ।

কীভাবে বাঁচবেন? অকারণে আপনার স্মার্টফোনে এনএফসি চালিয়ে রাখবেন না। ছোটাখাটো বা অস্থায়ী কোনও দোকান থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ‘ট্যাপ-টু-পে’ ফিচার ব্যবহার থেকে বিরত থাকুন। অপনার ফোনে ইনস্টল করা ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনগুলির নোটিফিকেশন চালু রাখুন। অনলাইন মোবাইল ওয়ালেটে ‘বায়োমেট্রিক’ সিকিউরিটি চালু রাখুন এবং সবশেষে নিজে সতর্ক থাকুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপনি যদি ক্রেডিট বা ডেবিট কার্ড সঙ্গে নিয়ে ভ্রমণ করেন এবং বাইরে গিয়ে কেনাকাটা করতে ভালোবাসেন, তাহলে সাবধান।
  • কারণ, বাজারে এসেছে নতুন প্রতারণা চক্র।
Advertisement