সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সাল থেকে তিনিই অ্যাপলের সিইও। তেরো বছর ধরে এই পদে থাকার পর এবার কি তিনি সরে দাঁড়াবেন? এই প্রশ্ন উঠতেই জবাব দিলেন টিম কুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বর্ষীয়ান কুক পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না তিনি নিজে অনুভব করছেন তাঁর ছাড়ার সময় এসেছে, তিনি সরবেন না।
কুককে বলতে শোনা গিয়েছে, ''আগের থেকে অনেক বেশি করে এই প্রশ্নটা আমাকে করা হচ্ছে ইদানীং। আমি এই জায়গাটা ভালোবাসি। এখানে থাকাটা সারাজীবনের একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি এটা চালিয়ে যাব যতক্ষণ না আমার মাথার ভিতরের কণ্ঠস্বর বলে ওঠে, 'সময় হয়েছে।' তার পর বরং পরবর্তী অধ্যায়টি কেমন হবে সেদিকে ফোকাস করব।''
টিম কুক তেরো বছর ধরে অ্যাপলের সিইও হলেও সাকুল্যে এই সংস্থার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন ২৬ বছর। এর আগের তেরো বছরতিনি অ্যাপলের চিফ অপারেটিং অফিসার ছিলেন। সেই স্মৃতি প্রসঙ্গে ৬৪ বছরের অ্যাপল সিইও আবেগমথিত স্বরে বলছেন, ''এটা আমার পক্ষে কল্পনা করা সত্যিই কঠিন যে অ্যাপল ছাড়া আমার জীবনটা কেমন হবে। সেই ১৯৯৮ সাল থেকে এই সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছি।''
উল্লেখ্য, অ্যাপলে যুক্ত হওয়ার আগে ১২ বছর তিনি আইবিএমে চাকরি করেছেন। কিন্তু অ্যাপলের জন্যই সারা পৃথিবীর মানুষদের কাছে বেশি করে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২২ সালে টিমের মোট আয় ছিল ৮২৩ কোটি ৯১ লক্ষ টাকা। ২০২৩ সালে নিজের বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব করেন তিনি। কেন? টিমের নাকি মনে হয়েছিল, তাঁর বেতন ‘অত্যাধিক বেশি’ যা ‘টিম অ্যাপেলে’র জন্য ভালো বিজ্ঞাপন নয়। সেই কারণেই নিজেই বেতন কমানোর প্রস্তাব করেছিলেন। আর ঠিক এই কারণেই ২০২৩ সালে ৩০০ কোটি টাকা আয় কমেছে টিম কুকের।