shono
Advertisement
ChatGPT

‘একদিনের জন্য মানুষ হলে কী করবে?’, ChatGPT-কে প্রশ্ন ইউজারের, উত্তরে কী এল?

হতবাক নেটিজেনরা।
Published By: Subhodeep MullickPosted: 06:54 PM Jan 07, 2026Updated: 06:54 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে চ্যাটজিপিটি। পড়াশোনা থেকে অফিসকাছাড়ি - চ্যাটজিপিটির ব্যবহার সর্বত্র। সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে ওই যুবক প্রশ্ন করেছেন, “একদিনের জন্য মানুষ হলে কী করবে?” উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Advertisement

চ্যাটজিপিটি জানিয়েছে, যদি একদিনের জন্য আমি মানুষ হওয়ার সুযোগ পাই, তাহলে অভিনব কিছু করতে চাই। বিশ্ব ভ্রমণ বা পিৎজা খাওয়ার মতো সাধারণ জিনিস কিছু করব না। এরপরই চ্যাটজিপিটি একটি তালিকা তুলে ধরে। সেখানে চ্যাটজিপিটি লিখেছে, 'আমি আকাশের দিকে তাকাতে চাই। সূর্যের সোনালী রোদ গায়ে স্পর্শ করতে চাই। আমি চাই হালকা বাতাস আমার শরীর ছুঁয়ে যাক।' চ্যাটজিপিটি আরও লিখেছে, 'অনেকেই কাঁদতে ভালোবাসেন না। আবার অনেকের কাছে কান্না ওষুধের সমান। আমিও কাঁদতে চাই। দেখতে চাই এই অনুভূতিটি কেমন। পাশাপাশি, মানুষ হয়ে আমি ভুল করতে চাই। নির্ভুল জীবন বরফের মতো।'

চ্যাটজিপিটি আরও লেখে, ‘আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে চাই। তবে সুন্দর নাকি কুৎসিত, তা বিবেচনা করার জন্য নয়। বরং আমি নিজেকে দেখতে চাই। আমি দয়ালু কিনা দেখতে চাই।’ সবশেষে চ্যাটজিপিটি লেখে, ‘আমি প্রেমে পড়তে চাই। তথাকথিত প্রেম নয়। আমি জীবনের প্রেমে পড়তে চাই। মানবজীবন সবচেয়ে কঠিন। আমি তা ভালোবাসতে চাই।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে চ্যাটজিপিটি।
  • পড়াশোনা থেকে অফিসকাছাড়ি - চ্যাটজিপিটির ব্যবহার সর্বত্র।
  • সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে।
Advertisement