shono
Advertisement

আমেরিকায় কিশোরের গুলিতে খুন ভারতীয়, গ্রেপ্তার অভিযুক্ত

খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা৷ The post আমেরিকায় কিশোরের গুলিতে খুন ভারতীয়, গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Nov 18, 2018Updated: 01:35 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ভারতীয়ের৷ ঘটনায় অভিযুক্ত ১৬ বছরের এক কিশোর৷ গুলি করে তাঁর গাড়ি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ যদিও পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি নিউ জার্সির ভেন্টেনর সিটির।

Advertisement

নিহত সুনীল এডলা ৬১ বছর বয়সি৷ তেলেঙ্গানার মেদাক জেলার বাসিন্দা তিনি৷ কর্মসূত্রে ১৯৮৭ সাল থেকে নিউ জার্সিতেই থাকতেন এডলা৷ ভাল পিয়ানো বাজাতে পারতেন৷ স্থানীয় চার্চেও পিয়ানো বাজাতেন নিহত এই ব্যক্তি৷

[চিনা দাদাগিরি রুখলেন মোদি, মালদ্বীপের সঙ্গে নয়া সম্পর্কের সূচনা ভারতের]

ভেন্টেনর সিটির পুলিশ সূত্রে খবর, অ্যাটলান্টিক সিটিতে একটি সংস্থায় অডিটরের কাজ করতেন এডলা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ নাইট ডিউটি করার জন্য বেরোচ্ছিলেন এই ভারতীয়। আচমকাই এক কিশোর তাঁকে গুলি করে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন৷ এরপর এডলার গাড়ি নিয়ে পালায় ওই কিশোর। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান এডলা। পরে পুলিশ দেহ উদ্ধার করে৷

[সাংবাদিক হেনস্তার ঘটনায় হোয়াইট হাউসের বিরুদ্ধে জয় সিএনএন-এর]

পরেরদিন ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে প্রথমে গাড়িটি উদ্ধার করে পুলিশ৷ পরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়৷ আপাতত তাকে হারবারফিল্ডস সংশোধনাগারে রাখা হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এডলাকে খুন করেছেন তিনি৷ খুনের নেপথ্যে বর্ণবিদ্বেষের কোনও ইঙ্গিত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

[জুকারবার্গের পদত্যাগের দাবিতে বিদ্রোহ শুরু ফেসবুকের অন্দরে]

এডলার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং প্রতিবেশীরা৷ চলতি বছর এডলার মা ৯৫ বছর পূর্ণ করতেন৷ তাই ধুমধাম করে জন্মদিন পালন করার পরিকল্পনা করেছিলেন এডলা৷ সামনের সপ্তাহেই তেলেঙ্গানায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর৷ দু’মাস থাকবেন বলেও ঠিক করেছিলেন৷ সমস্ত পরিকল্পনাই ব্যর্থ৷ আচমকা এডলার মৃত্যুতে ছন্দপতন৷ এই ঘটনা মেনে নিতে পারছেন না কেউই৷

The post আমেরিকায় কিশোরের গুলিতে খুন ভারতীয়, গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement