shono
Advertisement

বিয়ের ৫ মাসের মধ্যেই বাবা হতে চলেছেন কপিল শর্মা!

দীর্ঘদিনের প্রেমিকা গিন্নিকে গত বছরের ডিসেম্বরে বিয়ে করেছিলেন কপিল৷ The post বিয়ের ৫ মাসের মধ্যেই বাবা হতে চলেছেন কপিল শর্মা! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM May 22, 2019Updated: 07:50 PM May 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল শর্মার মুখে হাসি আর ধরছে না৷ কোনও অনুষ্ঠানের মঞ্চ নয়৷ তাঁর জীবনে নাকি শুরু হতে চলেছে নতুন অধ্যায়ের৷ বিয়ের পাঁচ মাসের মধ্যেই বাবা হতে চলেছেন কপিল শর্মা! সম্প্রতি শোনা যাচ্ছে এমনই গুঞ্জন৷ এই খবর শুনে খুশি কপিল অনুরাগীরা৷ যদিও কপিল কিংবা গিন্নি কেউই এখনও এ বিষয়ে কিছু জানাননি৷

Advertisement

কপিল ও গিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন৷ দুজনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল৷ মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷ নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভবার্ডদের দেখা সাক্ষাৎ একটু কমই হত৷ বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল শর্মা৷ বিয়ের দিন সামনে আসে বেশ কয়েকদিন পর৷ কানাঘুষো শোনা যায় তার আগেই নাকি বাগদান পর্বও সেরে ফেলেছিলেন কপিল-গিন্নি৷

[আরও পড়ুন: ভোটের শেষে আচমকা উধাও নমো টিভি, রাজনীতির অলিন্দে সমালোচনা]

গত বছরের ১২ ডিসেম্বর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে৷ জলন্ধরে হিন্দু ধর্মমতে বিয়ে করেন কপিল-গিন্নি৷ বিয়ের পর বেশ কিছুদিন শুটিং সেট থেকে নিজেকে সরিয়ে রাখেন কপিল৷ স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে আমস্টারডামে চলে যান৷ এরপর দিল্লি, মুম্বই এবং অমৃতসরে তিনটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সব মিলিয়ে কমপক্ষে ৫০০০ জন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে৷ তবে কপিল শর্মার পরিচিত ছিলেন অন্তত ৪০-৫০ জন৷ কপিলের বাড়িতে নতুন অতিথি আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ইতিমধ্যে দম্পতির ঘনিষ্ঠ বান্ধবী ভারতী, কপিল-গিন্নি সম্পর্কের কথা টুইটে ঘটা করে পোস্ট করেছেন৷ তিনি লেখেন, ‘‘গিন্নি ভাগ্যবতী বলেই কপিলের মতো স্বামী পেয়েছেন৷’’ ভারতী জানান, কপিলও ভীষণভাবে গিন্নির যত্ন নেন৷ কপিলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আবার তার উপর যত্নের বহর, দুয়ে-দুয়ে চার করার চেষ্টাও করছেন কেউ কেউ৷

The post বিয়ের ৫ মাসের মধ্যেই বাবা হতে চলেছেন কপিল শর্মা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement