সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের বাজলো বিয়ের সানাই। এবার সাতপাকে বাঁধা পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য। শনিবার ১২ জুলাই, অভিনেত্রীর বিয়ের আসর বসে খোদ কলকাতায়। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাঁর বিয়ের সেই ছবি।
দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে এদিন চারহাত এক হয় অভিনেত্রীর। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন বাংলা বিনোদন দুনিয়ার একাধিক তারকা। প্রত্যেকে রীতিমতো দাঁড়িয়ে থেকে অভিনেত্রীর বিয়েতে নানা দায়িত্ব পালন করেছেন। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে অভিনেত্রীর বিয়ের নানা মুহূর্ত। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রী কল্যাণী মণ্ডল, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা দাস, মিমি দত্ত প্রমুখ।
এদিন গোলাপি বেনারসি, সোনার গয়না, রজনীগন্ধার মালায় সাজে সেজে উঠেছিলেন রূপালি। দেবাঙ্ক পরেছিলেন মেরুন পাঞ্জাবি ও সাদা ধুতি। নিজের বিয়ের নানা মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি সোশাল মিডিয়ায়। সেখানেই নবদম্পতির একটি বেশ মজাদার ছবি চোখে পড়েছে সবার। দু'জনে একে অপরের হাতে হাত রেখে শক্ত করে হাত ধরে রেখেছেন। আর তার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'ফাইনালি হাতাহাতি'। অভিনেত্রীর স্বামী দেবাঙ্ক ভট্টাচার্য পেশায় আইটি কর্মী ও নাট্যকর্মী। ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে এদিন মালাবদল, সিঁদুরদান পর্ব সারেন তাঁরা।
