বিনোদুনিয়ায় সফল হতে গেলে সুন্দর চেহারার অধিকারী হতে হবে এই বদ্ধমূল ধারণা সকলের মনে গেঁথে রয়েছে। সুন্দর মুখশ্রী ও চেহারার অধিকারী না হলে নাকি কাজ হারাতেও হয়। কিন্তু এই বদ্ধমূল ধারণা যে কখনও কখনও ভুলও হয় তা প্রমাণ করে দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নকুল মেহতা। তাঁর অভিনয়ের কেরিয়ারে কীভাবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাঁর চেহারা? এ বিষয়ে কী বললেন অভিনেতা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নকুল বলেন, "সুন্দর মুখশ্রীর জন্য বলিউডে কাজ হারাতে হয়েছে আমাকে। একসময়ে বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের সঙ্গে একটি ছবি নিয়ে কথা হয়। সেই আলোচনা অনেক দূর অবধি এগিয়েছিল। আমরা চিত্রনাট্য নিয়ে আলোচনা করি। ছবির লুক সেটের জন্য ফটোশুটও হয়। শেষ অবধি ওয়ার্কশপও শুরু হয়েছিল। কিন্তু শেষ অবধি সেই ছবিটা আর হয়ে ওঠেনি। আর এর সঙ্গে সবথেকে যে অদ্ভুত বিষয়টি আমাকে নাড়িয়ে দিয়েছিল তা হল, আমি একটা ছবির ওয়ার্কশপে ছিলাম। আমাকে তিনি হঠাৎ ফোন করে বলেন, আমার মনে হচ্ছে এই ছবিটার জন্য তোমাকে নেওয়া ঠিক হবে না। আসলে তুমি এতটাই সুন্দর দেখতে যে আমার ছবির জন্য তোমাকে নেওয়া যাবে না।"
ছবি: সোশাল মিডিয়া
কোন চরিত্রে অভিনয় করার কথা ছিল ওই ছবিতে নকুলের? অভিনেতা জানান, "রাজস্থানের এক রাজকুমারের চরিত্রে অভিনয় করার ক্তহা ছিল আমার। আমি ওই ফোন পাওয়ার পর রীতিমতো ভাবতে শুরু করেছিলাম যে, আমার লুক নিয়ে ঠিক কী সমস্যা। পরে অবশ্য মনে হয়েছে যে আমাকে এই কাজে না নেওয়ার জন্য ওই প্রযোজক-পরিচালকের এর থেকে ভালো অজুহাত আর কিছু ছিল না। " বলে রাখা ভালো, 'প্যায়ার কা দর্দ হ্যায়', 'ইশকবাজ', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরে দর্শকের মনে নকুল পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয় টেলিপর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। সেই নকুলই এবার ছবির জাহের সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে অকপট হলেন।
