shono
Advertisement
Karan Wahi-Jennifer Winget

চারহাত এক হচ্ছে করণ-জেনিফারের! জল্পনা দানা বাঁধতেই নীরবতা ভেঙে বিস্ফোরক অভিনেতা

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি তাঁদের দু'জনের চারহাত এক হতে চলেছে। এমনকী তাঁদের পুরনো ছবি ঘেঁটে দেখে এই গুঞ্জনের সূত্র খোঁজার চেষ্টা করছেন দর্শক-অনুরাগীরা।
Published By: Arani BhattacharyaPosted: 04:39 PM Jan 28, 2026Updated: 06:27 PM Jan 28, 2026

ফের চর্চায় টেলিপর্দার দুই জনপ্রিয় মুখ করণ ওয়াহি ও জেনিফার উইঙ্গেট। তবে এবার নতুন কোনও শোয়ের জন্য নয় বরং তাঁদের ব্যক্তিগত জীবনকে ঘিরেই আলোচনায় তাঁরা। 'দিল মিল গ্যায়া' ধারাবাহিকের জনপ্রিয় দুই মুখ নাকি এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন! হ্যাঁ, অন্তত গুঞ্জন তো তেমনই বলছে। হিন্দি টেলিদুনিয়ায় কান পাতলেই বাতাসে ভেসে বেড়াচ্ছে এই জল্পনা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি তাঁদের দু'জনের চারহাত এক হতে চলেছে।

Advertisement

বিগত বেশ কয়েকদিনে নেটপাড়া জুড়ে তাঁদের এই বিয়ের গুঞ্জন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এমনকী তাঁদের পুরনো ছবি ঘেঁটে দেখে এই গুঞ্জনের সূত্র খোঁজার চেষ্টা করছেন দর্শক-অনুরাগীরা। অনেকেই করণ ও জেনিফারের কাছ থেকে এই নিয়ে সঠিক উত্তরটা শোনার অপেক্ষায় ছিলেন। এবার এই নিয়ে উত্তর দিলেন করণ নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতাবাহী পোস্টে করণ লেখেন, 'সস্তার পিআর করে আমাদের জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।' এখানেই শেষ নয় জেনিফারের সঙ্গে একটি রিল পোস্ট করে করণ আরও লেখেন, 'কিছু সম্পর্ক কিছু বন্ধন প্রেমের থেকেও বেশি পোক্ত হয়।' আর এই পোস্টের মাধ্যমে জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে যে করণ জল ঢাললেন সে কথা বলাই বাহুল্য।

ছবি: ইনস্টাগ্রাম

তবে করণ যতই এই চর্চায় জল ঢালুন না কেন ইন্ডাস্ট্রির অন্দরে এই চর্চা যেন থামতেই চাইছে না। অনেকেই করণের এই স্তোকবাক্য মানতে নারাজ। তাঁদের মতে করণ যতই এই গুঞ্জনে জল ঢালার চেষ্টা করুন না কেন করণ ও জেনিফার বিয়ের পিঁড়িতে বসবেন খুব তাড়াতাড়ি। উল্লেখ্য, এর আগে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। ২০১২ সালে চারহাত এক হয়েছিল তাঁদের। টেলিভিশনের পর্দায় যে সম্পর্ক দানা বেঁধেছিল তা ২০১২ সালে পরিণতি পায়। কিন্তু সেই বিয়ে টেকেনি জেনিফারের। অগত্যা দাম্পত্যে ভাঙন ধরে। এরপর কেরিয়ারেই মন দেন জেনিফার। 'দিল মিল গ্যায়া' হিন্দি ধারাবাহিকে 'রিদ্ধিমা' চরিত্রটি জেনিফারের অভিনয় জীবনে এক মাইলফলক হয়ে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement