ইন্ডাস্ট্রির অন্দরে সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। যদিও এই বিষয়ে টেলিপর্দার জুটি রয়েছেন একেবারেই 'স্পিকটি নট' মুডে। নিজেদের বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তাঁরা। কিন্তু স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের দু'জনের প্রেমের গুঞ্জন। এতকাল তা মিষ্টি হাসিতে এড়িয়ে গেলেও সুস্মিতার জন্মদিনে সাহেবের পোস্ট যেন সেই গুঞ্জনেই সিলমোহর দিল। অন্তত নেটপাড়া তো তেমনই মনে করছে। কী এমন লিখলেন সাহেব যা দেখে এমনটা মনে হচ্ছে?
এদিন সুস্মিতার (Susmita Dey) সঙ্গে একটি ছবি পোস্ট করে সাহেব (Saheb Bhattacharjee) লিখলেন, 'হয়তো আমাদের এই যাত্রাপথ দীর্ঘ হবে, কিন্তু এও জানি যে, তোমার সঙ্গে সেই পথচলা খুব সহজ ও সচ্ছল হবে। সমস্ত ওঠাপড়ায় পাশে থাকব। নির্ভরযোগ্য আশ্রয় হব তোমার। আর তোমার সমস্ত 'বিরক্ত করা'কেও আমি সহ্য করে নেব। তুমি শুধু তোমার হাসিমুখটা ধরে রেখ চিরটাকাল। তোমার এই হাসিটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।' আর সাহেবের এই পোস্টের পর থেকেই নেটিজেনদের বক্তব্য সুস্মিতার জন্মদিনের মতো শুভদিনেই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে সম্পর্কে সিলমোহর দিলেন সাহেব।
বলে রাখা ভালো, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে, চলতি বছরেই নাকি চারহাত এক হবে সাহেব ও সুস্মিতার। যদিও তাঁরা দু'জনে এই নিয়ে এখনও কিছুই জানাননি। শুটিংফ্লোর থেকে শহরের বাইরের নানা অনুষ্ঠান এমনকী বিদেশের মাটিতে একসঙ্গে ইভেন্টে যোগ দেওয়া থেকে সাহেবের বাড়ির পার্টিতে যোগদান সবেতেই দেখা গিয়েছে তাঁদের দু'জনকে একসঙ্গে। সমস্ত জল্পনার মাঝে তাঁরা ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তাঁরা। তবে এবার সেইসব জল্পনা উসকে দিয়েছে সুস্মিতার উদ্দেশ্যে করা সাহেবের আদুরে পোস্ট।
