সরস্বতী পুজোর দিনই শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। দিন দুয়েক ধরেই টলিপাড়ার দুষ্টু-মিষ্টি নায়িকার বিবাহ অভিযানের ঝলকে রঙিন সোশাল পাড়া। এমন আবহেই মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে 'লক্ষ্মী ঝাঁপি' অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সমীকরণ 'টক অফ দ্য টাউন'! শোনা যাচ্ছে, সিরিয়ালের সেট থেকে 'রিল জুটি'র বন্ধুত্ব গড়িয়েছে রিয়েল লাইফেও। প্রাক্তন স্ত্রী'র দ্বিতীয় দাম্পত্য ইনিংস শুরুর পর কি এবার নিজের জীবনে নতুন বসন্তের খোঁজ পেলেন অভিনেতা-পরিচালক? কৌতূহলের অন্ত নেই।
বসন্ত পঞ্চমীর দিন সৌরভের সঙ্গে শুভস্মিতার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবি থেকেই জল্পনার সূত্রপাত। যেখানে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের জুটিকে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে। পর্দার বাইরে অফ স্ক্রিনেও কি 'দীপ' এবং 'ঝাঁপি'র মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে? ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস! জোরালো হয়েছে সম্পর্কের গুঞ্জনও। কখনও শুভস্মিতাকে দেখা গিয়েছে সৌরভের বাহুলগ্না হয়ে, আবার কখনও বা অভিনেতার গাল টিপে স্নেহের পরশ বুলিয়ে দিতে দেখা গিয়েছে 'ঝাঁপি'কে। তাহলে কি মধুমিতা অধ্যায়ের পর ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সৌরভ চক্রবর্তী? কৌতূহল নিজেই মিটিয়েছেন অভিনেতা।
'লক্ষ্মী ঝাঁপি' জুটির মাখোমাখো রসায়ন চর্চায়! ছবি- ফেসবুক
এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে সৌরভ জানান, কাজের সূত্রেই শুভস্মিতার সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে তাঁর। তাই পর্দার নায়িকার সঙ্গে এহেন সমীকরণ দেখে যদি দর্শকমহল বাস্তবেই ভাবেন যে তাঁরা সম্পর্কে রয়েছেন, তাহলে বিষয়টাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বলে জানালেন 'দীপ' ওরফে সৌরভ। যদিও আগামী দিনে এই বন্ধুত্ব কোন দিকে গড়াবে? সেটা নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ তিনি, তবে 'দীপ' পাশাপাশি এও জানালেন যে, শটের ফাঁকে 'ঝাঁপি'র সঙ্গে ভালোই আড্ডা জমে তাঁর। 'রিল জুটি'র এহেন সমীকরণ বাস্তবায়িত হলে যে অনুরাগীরাও খুশি হবেন, সেটা শুভস্মিতার পোস্টের মন্তব্য বাক্সে আগত শুভেচ্ছাবার্তাই বলে দেয়।
