সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় খলচরিত্রে অনেক আগেই ম্যাজিক দেখিয়েছেন দর্শককে অভিনেত্রী অহনা দত্ত। 'মিশকা' চরিত্রে পেয়েছেন জনপ্রিয়তা। তবে সন্তানসম্ভবা হওয়ার কারণে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছিলেন তিনি। মেয়ে একটু বড় হতেই অহনার কাছে বারবার ঘুরেফিরে এসেছে একটাই প্রশ্ন, তা হল কবে কাজে ফিরছেন তিনি? জানিয়েছিলেন যে, সময়মতো ঠিক পর্দায় ফিরবেন অভিনেত্রী। ঠিক সেভাবেই কথা রাখলেন তিনি। ফিরলেন শুটিং ফ্লোরে।
মাতৃত্বকালীন ছুটি শেষে সদ্য টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করা ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'র হাত ধরেই ফের দর্শকের দরবারে ফিরেছেন অহনা। তবে নাকি একা নয়, মেয়েকে নিয়েই নাকি শুটিং ফ্লোরে আসছেন তিনি। বাংলা সংবাদমাধ্যমকে অভিনেত্রী এই নিয়ে জানিয়েছেন যে, মেয়ে নাকি তাঁকে ছাড়া থাকতে দিব্যি অভ্যস্ত। কখনও কোনও সমস্যা হলে তখন মাকে খুঁজছে। কোনও কান্নাকাটি নেই। বাবা দীপঙ্করের সঙ্গে ফ্লোরে এসেছিল নাকি সে মায়ের সঙ্গে অবসরে দেখা করতে। সবাই দেখে বলেছে মেয়ের মুখের সঙ্গে দীপঙ্করের মুখের মিলই বেশি।
অন্যদিকে নতুন কাজ নিয়ে অহনা বলেন যে, এই ধারাবাহিকে তাঁকে ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে কিন্তু পরে ধারাবাহিকের স্বার্থে সেই চরিত্রে বদল আসবে নাকি তা এখনও তিনি জানেন না। তাঁর চরিত্রের যেরকম লুক তা দেখলে তাঁকে পাশের বাড়ির মেয়ে বলেই মনে হবে। খুব সহজেই তাঁর সঙ্গে কানেক্ট করতে পারবেন দর্শক।
