সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টলিপাড়ায় ঘর ভাঙার গুঞ্জন। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের বিয়ে ভাঙার খবরে ফের সরগরম নেটপাড়া থেকে স্টুডিওপাড়া। এর আগেও তাঁদের বারবার বিয়ে ভাঙার নানা গুঞ্জন দানা বেঁধেছে। কিন্তু সেসবে জল ঢেলে বারবার কাছাকাছি এসেছেন তাঁরা। তবে এবার তাঁদের ঘর ভাঙার সেই গুঞ্জন জোরাল হচ্ছে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই। এর কারণ ঠিক কী? আসলে একে অপরকে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে আনফলো করেছেন নীল ও তৃণা। আর সেখান থেকেই ফের দানা বাঁধছে তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা।
মঙ্গলবার সকালেই অনুরাগীদের নজরে পড়ে এই বিষয়টি। আর তারপর থেকেই নানা মুণির নানা মত। অনেকেই বলছেন, যে তাঁরা নাকি পাকাপাকিভাবে সম্পর্কের পাট চুকিয়ে দিতে চলেছেন এবার। যদিও সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি এখনও। বাংলা এক সংবাদমাধ্যমকে নীল জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছু বলতেই চান না। ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগতই রাখতে চান। অন্যদিকে তৃণার তরফেও কোনও প্রিতিক্রিয়া মেলেনি। কাজেই এই বিষয় নিতান্তই রটনা নাকি সত্যি, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
নীল-তৃণা দু'জনেই নিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। অভিনেত্রীর ধারাবাহিক 'পরশুরাম' প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি টপার হচ্ছে। অন্যদিকে 'অমরসঙ্গী' ধারাবাহিকের শুটিং শেষ করার পর দীর্ঘদিন মুম্বইতে কাটিয়েছেন নীল। তাঁদের দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক পরিণতি পেয়েছিল ২০২১ সালে। বিয়ের ছ'মাস কাটতে না কাটতেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন দানা বেঁধেছে। তবে নীলকে আনফলো করলেও তাঁর সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবি কিন্তু এখনও বিদ্যমান তৃণার সোশাল মিডিয়া হ্যান্ডেলে। আদৌ তাঁদের ঘিরে এই গুঞ্জন সত্যি, নাকি আগের মতোই পুরোটা রটনা, তার উত্তর সময়ই দিতে পারবে।
