সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের ফলাফল হাতে আসার দিন। দর্শক থেকে টেলিপর্দার অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকেরই এদিন একটা আলাদা চাপা উত্তেজনা কাজ করে বইকি। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই টিআরপি তালিকা হাতে আসার আগে দর্শকের নজর থাকছিল বিতর্কিত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'র দিকে। নতুন নায়িকার আগমনের পর নতুন করে যেন হালে পানি পেয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে শুরু হয়েছে কয়েক সপ্তাহ ধরে টেলিভিশনের পর্দায় 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' চরিত্রে স্বস্তিকার জার্নি। সব মিলিয়ে নতুন অনেক চমক পাচ্ছেন দর্শক। আর সেসব মিলিয়ে কেমন হল এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে নিন।
এই সপ্তাহেও ৭.০ রেটিং নিয়ে সেরার সেরা হয়েছে তৃণা ও ইন্দ্রজিতের ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'। ছাপিয়ে গিয়েছে 'পরিণীতা'কে। তবে পরশুরামের ঘাড়ে এই সপ্তাহে রীতিমতো নিঃশ্বাস ফেলছে স্বস্তিকার ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। যা ৬.৯ রেটিং নিয়ে এই সপ্তাহে রয়েছে দ্বিতীয়স্থানে। এই সপ্তাহে তৃতীয়স্থানে রয়েছে 'পরিণীতা'। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৫। বেশ কয়েক সপ্তাহ ধরেই কমবেশি রেটিং নিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে 'রাঙামতী তীরন্দাজ'। এই সপ্তাহে ৬.২ রেটিং নিয়ে এই ধারাবাহিক রয়েছে চতুর্থস্থানে। এই সপ্তাহে ৬.০ নম্বর পেয়ে পঞ্চমস্থানে যৌথভাবে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ও 'চিরসখা'। এই সপ্তাহে জীতু-শিরিনের ধারাবাহিকের দিকে নজর ছিল সকলেরই। সেই প্রত্যাশ্যাই খানিক পূরণ হয়েছে বলা যায়।
অন্যদিকে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়ে দর্শককে রীতিমতো চমকে দিয়েছে 'জগদ্ধাত্রী'। দীর্ঘদিন ধরে প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছিল এই ধারাবাহিক। স্লট বদল হতেই হয়েছে ভাগ্য পরিবর্তন। স্বাভাবিকভাবেই তাই কমেছে নম্বর। পেয়েছে এই সপ্তাহে ৫.৯। শুটিং শেষ হলেও এখনও পর্দায় সম্প্রচার হচ্ছে 'ফুলকি'। যা এই সপ্তাহে টিআরপি তালিকায় আরও দু'টি ধারাবাহিকের সঙ্গে সপ্তমস্থানে রয়েছে। একইসঙ্গে 'ফুলকি'র সঙ্গে রয়েছে 'আমাদের দাদামণি' ও 'জোয়ার ভাটা'। তিনটি ধারাবাহিকেরই এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৫.৭। এই সপ্তাহে ৫.৫ নম্বর পেয়ে যৌথভাবে অষ্টমস্থনে রয়েছে এই সপ্তাহে 'লক্ষ্মী ঝাঁপি' এবং 'ও মোর দরদিয়া' এই দুই ধারাবাহিক। নবমস্থানে রয়েছে 'কম্পাস' পেয়েছে ৫.১ রেটিং এবং সব শেষে অর্থাৎ দশে রয়েছে 'তুই আমার হিরো', পেয়েছে ৫.০ রেটিং।
