সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে নিত্যদিন নিত্যনতুন আপডেট! সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে সোমবারই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। গত সাত দিন ধরে ধারাবাহিকের সেট নায়িকাহীন থাকার পর ইতিমধ্যেই দর্শকমহলের চর্চায় 'নতুন অপর্ণা' শিরিন পাল। যদিও নতুন নায়িকাকে নিয়ে সোশাল পাড়ায় দ্বিমত! এবার যাবতীয় বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে 'চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার' ঘোষণা করে বোমা ফাটালেন জীতু কমল (Jeetu Kamal )।
শনিবার সকালে ফেসবুক ভিডিওয় অভিনেতা জানান, "খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করব না।" এরপর দিতিপ্রিয়ার নাম না করেই 'নায়িকা বদল' প্রসঙ্গে জীতুর সংযোজন, "আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি চ্যালেঞ্জ নিয়েছে। কী চ্যালেঞ্জ নিয়েছে, সেটা বিস্তারিত বললাম না। তবে আশা রাখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন, সেভাবে আরও কিছুদিন পাশে থাকবেন। নইলে আমার টিমের কলাকুশলী যারা দিন আনে দিন খায়, কাজ বন্ধ হলে তাঁদের সমস্যা হবে। তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সার্থক করবেন- চিরদিনই তুমি যে আমার। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই।" নতুন অপু শিরিনের জন্যেও দর্শকের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। অভিনেতার মন্তব্য, "আজ থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। অনুরোধ করছি, ওকে আশীর্বাদ করুন।"
শেষপাতে জীতু আবারও যোগ করলেন, "এটাই আমার শেষ মেগা সিরিয়াল। আশীর্বাদ করুন, পরবর্তীকালে যে কাজই করি, সেটা যেন মন দিয়ে করতে পারি। আশা করছি, আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন।" জীতুর এহেন মন্তব্যে আবারও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি খুব শিগগিরি শেষ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? যদিও সেই উত্তর অধরা, তবে ছোটপর্দায় যে জীতুকে মিস করবেন তাঁর ভক্তমহল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ২০১৮ সালে 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকের হাত ধরে টেলিপর্দায় পা রেখেছিলেন জীতু। পরবর্তীতে একাধিক সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র টেলিদর্শকমহলে জনপ্রিয় হয়েছে। বর্তমানে বড়পর্দাতেও তাঁর কাজের সংখ্যা একাধিক। অমনকী কেন্দ্রীয় চরিত্রেও মন জয় করেছেন অভিনেতা। ঝুলিতে একগুচ্ছ ছবিও রয়েছে। সেই জন্যেই কি চিরদিনের জন্য ছোটপর্দাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন জীতু? এপ্রসঙ্গে অবশ্য অভিনেতা বিস্তারিত কিছু জানাননি। তবে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক যে তাঁর শেষ সিরিয়াল, সেটা নিশ্চিত করেছেন জীতু কমল।
