সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইসঙ্গে বেড়ে ওঠা তাঁদের। একই সঙ্গে নাচ, নাটক, অভিনয়ের তালিম আর এবার পেশাগত দিক থেকেও একই পথে এসে মিললেন তাঁরা। কথা হচ্ছে টেলিপর্দার অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও সদ্য টেলিভিশনের পর্দায় 'অপর্ণা' চরিত্রে অভিনয় শুরু করা শিরিন পালের। সদ্য জীতুর বিপরীতে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জার্নি শুরু করেছেন শিরিন। তবে আরাত্রিকার কাছে সে তাঁর 'রূপসী দি'। দু'জনেই ঝাড়গ্রামের মেয়ে। তাঁর সঙ্গে ফেলে আসা দিনে তোলা একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আরাত্রিকা নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন শিরিনকে। কী লিখলেন সেই পোস্টে আরাত্রিকা?
সোশাল মিডিয়া পোস্টে আরাত্রিকা লিখলেন তাঁর রূপসী দিকে, 'অনেক শুভেচ্ছা রূপসী দি। কেমন যেন গল্পের মতন না!? একই স্কুল ,একসাথে নাচ,একসাথে নাটক, একসাথে মক পার্লামেন্ট! একসাথে বেড়ে ওঠা! খুব ভালো কাজ করো।' তবে শুধু আরাত্রিকাই নন। সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জীতু কমলও। বলেছেন তাঁর নায়িকা ভীষণই গুণী। খুব ভালো অভিনয় তাঁর। এখানেই শেষ নয় একইভাবে দর্শককে নতুন 'অপর্ণা'র উপর ভরসা রাখতেও বলেছিলেন জীতু।
কে এই শিরিন পাল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই শিরিন। তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করছেন। ঝাড়গ্রামের মেয়ে শিরিনের রয়েছে ঝাড়গ্রামে একটি নাটকের দলও। থিয়েটারকর্মী শিরিনের মঞ্চের অভিনয় এতদিন দর্শকের প্রশংসা পেয়েছে। টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করতেই একইভাবে পেয়েছেন দর্শকের ভালোবাসা। সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা এই কয়েকদিনেই বেড়েছে বেশ। জীতুর বিপরীতে শিরিনের অভিনয়ে মুগ্ধ তাঁরা। নতুন জুটিকে ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। প্রশংসায় পঞ্চমুখ শিরিনেরও।
