shono
Advertisement
Monami Ghosh

ছোটপর্দায় ফিরছেন মনামী? কোন চরিত্রে এবার ধরা দেবেন অভিনেত্রী?

মনামীর শেষ ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'।
Published By: Arani BhattacharyaPosted: 01:58 PM Jun 10, 2025Updated: 02:49 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে অভিনেত্রী মনামী ঘোষের উজ্জ্বল উপস্থিতি। ছবি, সিরিজ বা ধারাবাহিক কোথাও তাঁকে এই মুহূর্তে নিয়মিতভাবে দেখা না গেলেও মনামী সোশাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। তাঁর শেষ ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সেই ধারাবাহিক চলেছিল রমরমিয়ে। এবার গুঞ্জন মনামী (Monami Ghosh) নাকি ফের ছোটপর্দায় ফিরছেন।

Advertisement

'ইরাবতীর চুপকথা'র পর সেইভাবে মনামীকে ধারাবাহিকে আর না পাওয়া গেলেও বিভিন্ন ডান্স রিয়ালিটি শোয়ে তাঁকে বিচারকের ভূমিকায় পেয়েছেন দর্শক। এবারও কি সেরকমই কোনও শোয়ে বিচারকের আসনে ফের পাওয়া যাবে মনামীকে নাকি নতুন কোনও ধারাবাহিকে নতুন চরিত্রে পাওয়া যাবে, তাঁকে সেই বিষয়ে কিছু সুনিশ্চিত করেননি অভিনেত্রী। তাঁর নতুন কাজ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায় কান পাতলে। মনামী শেষ বড়পর্দায় কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতে কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।

ছবি: ইনস্টাগ্রাম

ছোটপর্দা দিয়েই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন মনামী। একের পর এক হিট ধারাবাহিকে তাঁর চরিত্রকে আপন করে নিয়েছেন বাংলা টেলিভিশনের নিয়মিত দর্শক। অভিনয় ছাড়াও তাঁর নৃত্যশৈলিও বিশেষভাবে প্রশংসিত তাঁর অনুরাগীদের কাছে। এছাড়াও সোশাল মিডিয়ায় তাঁর ফ্যাশন স্টেটমেন্ট থেকে শুরু করে বেড়াতে যাওয়ার নানা ছবি ও ভিডিওর জন্যও মুখিয়ে থাকেন নেটিজেনরা। মনামীর ছোটপর্দায় ফেরার এই খবর চাউর হতে তা নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডট ইন-এএর তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলে মনামীকে পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবি, সিরিজ বা ধারাবাহিক কোথাও তাঁকে এই মুহূর্তে নিয়মিতভাবে দেখা না গেলেও মনামী সোশাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়।
  • 'ইরাবতীর চুপকথা'র পর সেইভাবে মনামীকে ধারাবাহিকে আর না পাওয়া গেলেও বিভিন্ন ডান্স রিয়ালিটি শোয়ে তাঁকে বিচারকের ভূমিকায় পেয়েছেন দর্শক।
  • মনামী শেষ বড়পর্দায় কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতে কিংবদন্তী চিত্র পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।
Advertisement