সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসার নিয়ে ব্যস্ত সেলেব দম্পতি। তবে তার চেয়েও বেশি ব্যস্ততা নিজেদের কাজের জগতে। একজন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্র, আরেকজন অন্য এক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে কাজ করছেন। বলা হচ্ছে, 'মিত্তিরবাড়ি' নায়ক 'ধ্রুব মিত্তির' আদৃত রায় আর 'ফুলকি'র 'পারমিতা' কৌশাম্বি চক্রবর্তীর কথা। রিয়েল লাইফে এঁরা বর-বউ। আর তাই আজ, রবিবার আদৃতের জন্মদিনে সোশাল মিডিয়ায় 'বরের জন্মদিন' বলে আদুরে পোস্ট করলেন কৌশাম্বি।
রবিবার আদৃতের জন্মদিনে স্ত্রী কৌশাম্বি নিজেদের বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।লিখেছেন, "বরের জন্মদিন"। কৌশাম্বির সেই পোস্টে আদৃত কমেন্ট করেছেন, "আজকাল তোমার সেন্স অব হিউমার আমার সত্যিই একটু বেশি পছন্দ হয়। তুমি ধীরে ধীরে আমার মত হয়ে যাচ্ছ"। সেই কমেন্টে আবার কৌশাম্বি পালটা লিখেছেন, "কেন? আমি তো বর লিখেছি। ব্রো নয়"। বলা যায় এই মে মাসটা 'আদৃশাম্বি' জুটির জন্যও খুবই স্পেশাল। এই মাসেই তাঁদের বিয়ের তারিখ আর এই মাসেই আদৃতের জন্মদিন। তাই ডাবল সেলিব্রেশনের প্রসঙ্গ থেকেই যায়।
এদিন এই পোস্টে আদৃতক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী থেকে অনুরাগী সকলেই। অন্যদিকে নিজের ইনস্টাগ্রামে আদৃতের সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে আদৃতের নায়িকা 'জোনাকি' ওরফে পারিজাত চৌধুরী।
পোস্টে পারিজাত লিখেছেন, "আমার সহ-অভিনেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুধু সহ-অভিনেতা হিসাবেই নয়, বন্ধু ও একজন মানুষ হিসাবেও তুমি সেরা। আজ তোমার দিন। নিজের এই দিনটা উপভোগ করো। লাভ ইউ উস্তাদ"।
