shono
Advertisement
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi

টেলিপর্দায় কবে থেকে 'তুলসী ভিরানি'কে দেখতে পাবেন? নতুন প্রোমোয় এল সম্প্রচারের দিনক্ষণ

পরিণত রূপে দর্শক এবার দেখতে পাবেন তুলসীকে।
Published By: Arani BhattacharyaPosted: 12:42 PM Jul 08, 2025Updated: 07:25 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০০০, টেলিপর্দায় জনপ্রিয় ধারাবাহিক '‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক দর্শকমনে এক অন্য জায়গা তৈরি করেছিল। নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় তুলসী ও মিহিরের দাম্পত্যের রসায়ন রীতিমতো উপভোগ করতেন দর্শক। ২০০৮ সালে বন্ধ হয় সেই জনপ্রিয় ধারাবাহিকে প্রচার। তবে পথচলা শেষ হলেও দর্শকের স্মৃতির পাতায় আজও উজ্জ্বল '‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকের নানা স্মৃতি। ১৭ বছর পর ফের পর্দায় আসছে সেই ম্যাগনাম ওপাস। সোমবার সেই অপেক্ষার খানিক অবসান ঘটেছে। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে তুলসীর লুক। এবার ঘোষণা হল '‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' সম্প্রচারের দিনক্ষণ।

Advertisement

পরিণত রূপে দর্শক এবার দেখতে পাবেন তুলসীকে। আর একইসঙ্গে পর্দায় ফিরছেন অভিনেত্রী তথা নেত্রী স্মৃতি ইরানি। বহুদিন অভিনয় থেকে দূরে থাকার পর তাঁর এই প্রত্যাবর্তনে বেশ খুশি তাঁর দর্শক। কবে থেকে পর্দায় আসছে নতুন আঙ্গিকে '‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক? চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে '‘কিঁউ কি সাস ভি কভি বহু থি'।

একইসঙ্গে সেই পোস্টের ক্যাপশনে লেখা, 'আপনারা বিশ্বাস করতে পারছেন না? ২৫ বছর পরে তুলসী ভিরানি ফিরছে একটা নতুন গল্প নিয়ে। আবার প্রতিটি পরিবারের অংশ হয়ে উঠবে সে। আপনি তৈরি তো?' উল্লেখ্য, স্মৃতি ইরানির এই ধারাবাহিকের সিক্যুয়েলে ফেরার সঙ্গে তাঁর পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছিল অনেক জল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছিল এই ধারাবাহিকে অভিনয় করার জন্য দিন প্রতি নাকি স্মৃতির পারিশ্রমিক ১৪ লক্ষ টাকা। আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছিল জল্পনা। যদিও এই বিষয়ে স্মৃতি ইরানি বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে এবার দিনক্ষণ ঘোষণার পর শুরু হল এই জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে তুলসীর লুক। এবার ঘোষণা হল 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' সম্প্রচারের দিনক্ষণ।
  • চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'।
  • এবার দিনক্ষণ ঘোষণার পর শুরু হল এই জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষা।
Advertisement