সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার 'পাওয়ার কাপল' বললে যাঁদের নাম সবার প্রথমে আসে তাঁদের মধ্যে ছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তও। সুখী দাম্পত্য, নয়নের মণি দুই কন্যা সারা ও জারা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ। একের বিপদে অন্য একজন ঢাল হয়ে পাশে থাকা, একটা দাম্পত্যে ও সুখী সংসারযাপনে এর থেকে বেশি আর কিই বা প্রয়োজন হতে পারে?একটা সময় পর্যন্ত এমনটাই মনে হত তাঁদের দেখলে। কিন্তু হঠাৎই সেই সুখের সংসারে হল ছন্দপতন। এখন যিশু ও নীলাঞ্জনার মধ্যে কয়েক যোজন দূরত্ব।
দুঃসময়ের ঘনঘটা কাটিয়ে যিশু ও নীলাঞ্জনা দু'জনেই ফিরেছেন নিজ নিজ ক্ষেত্রে। এই মুহূর্তে যিশুকে দেখা যাচ্ছে জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে। অন্যদিকে আগের মতোই প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন নীলাঞ্জনা। তবে এবার একা হাতে নিজের প্রযোজনা সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সেই প্রযোজনা সংস্থার নাম 'নিনি-চিনি'স মাম্মাস প্রোডাকশন হাউজ'। সেই প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক 'দাদামণি'র সম্প্রচার শুরু হয়েছে সোমবার চলতি সপ্তাহের শুরুতেই। ধারাবাহিক শুরুর আগে প্রোমোতে নতুন লুকে অভিনেতা প্রতীককে দেখে দর্শকের মনে এক অন্য প্রত্যাশা জেগেছিল। এবার সেই ধারাবাহিক পর্দায় যাত্রা শুরু করেছে। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা 'দাদামণি তা যদিও সময়ই বলবে। তবে নীলাঞ্জনা এইমুহূর্তে পুরোদমে নিজের কাজে মনোযোগী। নতুন ধারাবাহিকের সঙ্গে সঙ্গে তাঁর নতুন এই পথচলা নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে। যদিও নতুন ধারাবাহিক নিয়ে এইমুহূর্তে একেবারেই মুখ খুলতে নারাজ তিনি।
এইমুহূর্তে নীলাঞ্জনা দুই মেয়েকে সমানতালে সময় দিচ্ছেন, মানুষ করছেন। এখন দুই মেয়ে সারা ও জারা-ই নীলাঞ্জনার সবসময়ের সঙ্গী। মায়ের সবথেকে কঠিন সময়ে তাঁর পাশে থেকেছে তাঁরা দু'জন। আর তাই দুই সন্তানকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারেন না প্রযোজক নিজেও। জীবনের এক নতুন ইনিংস শুরু করেছেন নীলাঞ্জনা। এ যেন তাঁর নিজের কাছে নিজেকে প্রমাণ করার লড়াই।
